Meritorious students felicitation
বিধায়কের উদ্যোগে জেলার কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা
Bengal Times News, 10 June 2023
জগন্নাথ ভৌমিক, পূর্ব বর্ধমান : বিধায়ক নির্বাচিত হয়েই নতুন নতুন ভাবনায় মানুষের পাশে থেকে মানুষের জন্য কিছু করার লক্ষ্যে এগিয়ে চলেছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। সেই ভাবনারই বাস্তবায়নের মধ্যে একটি হলো কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা। বিগত বছরের মতো এবছরও পূর্ব জেলার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, হাই-মাদ্রাসা, জয়েন্ট এন্ট্রান্স, সি.বি.এস.ই., আই.সি.এস.ই এবং আই.এস.সি. পরীক্ষায় সফল কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা সভার আয়োজন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। ১০ জুন সংস্কৃতি লোকমঞ্চে আয়োজিত ওই অনুষ্ঠানে মোট ১৪২ জন কৃতি ছাত্র ছাত্রীকে সম্বর্ধিত করা হয়। সর্বভারতীয় ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন পরীক্ষায় যে সকল ছাত্র ছাত্রী পূর্ব বর্ধমান জেলার মুখ উজ্জ্বল করেছে তাদের সঙ্গে বিভিন্ন স্কুলের সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ছাত্র ছাত্রীদের সম্বর্ধিত করা হয়।
এছাড়াও এদিনের অনুষ্ঠানে শহরের বিভিন্ন কলেজের অধ্যক্ষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা এবং বিশিষ্টজনদের সম্মানিত করা হয়। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ আশ্রমের স্বামীজিরা, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু, মেন্টর উজ্জ্বল প্রামাণিক, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ কৌস্তুভ নায়েক, এমএসভিপি ডাঃ তাপস ঘোষ, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটির সহ-সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য, বর্ধমান পৌরসভার ভাইস চেয়ারম্যান মৌসুমী দাস প্রমুখ।
বিধায়ক খোকন দাস বক্তব্য রাখতে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কৃতি ছাত্র ছাত্রীদের উৎসাহিত করতে তিনি এই অনুষ্ঠানের আয়োজন করেছেন।
এদিনের অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখতে গিয়ে বর্ধমান রামকৃষ্ণ আশ্রমের স্বামীজি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমরা প্রথমে আত্ম বিশ্বাসী পরে ঈশ্বরে প্রতি বিশ্বাসী হও। নিজের লক্ষ্য স্থির করে এগিয়ে চলো, জীবনে সফলতা আসবেই। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু, বর্ধমান বিবেকানন্দ কলেজের অধ্যক্ষ ডঃ শিবপ্রসাদ রুদ্র, কাঞ্চননগর ডি এন দাস হাইস্কুলের প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দত্ত প্রমুখ।