হাঁসফাঁস গরমে পথ চলতি মানুষদের একটু স্বস্তি দিতে জলসত্রের আয়োজন
Jagannath Bhoumick
Bengal Times News, 10 June 2023
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : গুমোট আবহাওয়ায় কয়েকদিন ধরেই নাজেহাল বর্ধমানবাসী। একে রোদের কড়া তেজ, অন্যদিকে আর্দ্রতার বাড়বাড়ন্তে অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছে বর্ধমান সহ পার্শ্ববর্তী এলাকায়। এই অবস্থায় পথ চলতি মানুষের কাছে এক গ্লাস ঠান্ডা জল বা শরবত শরীরকে জুড়িয়ে দিতে পারে। আর সেজন্যই ১০ জুন পথ চলতি মানুষকে একটু স্বস্তি দিতে শহর বর্ধমানের জোড়া মন্দির পেট্রোল পাম্পের কাছে একটি জলসত্র আয়োজিত হয় স্থানীয় সমাজসেবী অভিজিৎ সাউ এর উদ্যোগে। এদিন রাস্তায় কয়েক হাজার মানুষের সাথে ঠান্ডা জলের শরবত তুলে দেওয়া হয়। অভিজিতের এই উদ্যোগকে সাধুবাদ জানাতে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনেরা উপস্থিত হয়েছিলেন।
এদিন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, তৃণমূল যুব কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রাসবিহারী হালদার, বর্ধমান পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিত শর্মা উপস্থিত হয়ে পথ চলতি মানুষের হাতে ঠান্ডা শরবতের গ্লাস তুলে দেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ডঃ সুজিত চৌধুরী বর্ধমান কিমস হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডাঃ দেবব্রত ব্যানার্জী, বর্ধমান পৌরসভার কাউন্সিলর শ্যামাদাস ব্যানার্জী তৃণমূল কংগ্রেসের জেলা নেতা জয়দেব মুখার্জী আসানসোল বিবি কলেজের অধ্যাপক ডঃ পারিজাত হাজরা, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষ প্রমুখ।