Journalists Protection
পঞ্চায়েত নির্বাচন : সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে মুখ্যমন্ত্রীর কাছে আইজেএ'র আর্জি
Bengal Times News, 19 June 2023
অভিরূপ আচার্য, বর্ধমান : আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন এর সদস্যরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে। সোমবার সাংবাদিক সংগঠন আইজেএ এর পূর্ব বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে ওই দাবি জানিয়ে অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) সুপ্রিয় অধিকারী'র মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন পত্র পাঠানো হয়েছে। এদিন সাংবাদিক সংগঠন এর সদস্যরা অতিরিক্ত জেলাশাসক সু্প্রিয় অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করে মুখ্যমন্ত্রীর উদেশ্যে পাঠানো আবেদন পত্র তুলে দেন। উপস্থিত ছিলেন সংগঠনের ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার তারকনাথ রায়, ন্যাশনাল কাউন্সিল মেম্বার জগন্নাথ ভৌমিক, জেলা কমিটির সভাপতি স্বপন মুখার্জী, সাধারণ সম্পাদক অরূপ লাহা সহ অন্যান্যরা।
উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটছে। এই অবস্থায় জেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সাংবাদিক সংগঠন ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন। কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সাংবাদিক সংগঠন ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা শাখার সদস্যরা মুখ্যমন্ত্রীর উদেশ্যে আবেদন পত্র পাঠিয়েছেন। এদিন সাংবাদিকদের ২৫ জনের একটি প্রতিনিধি দল অতিরিক্ত জেলাশাসক সু্প্রিয় অধিকারীর সঙ্গে দেখা করে তার হাতে মুখ্যমন্ত্রীর উদেশ্যে পাঠানো আবেদন পত্র তুলে দেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইজেএ এর রাজ্য কার্য্যকরী কমিটির সদস্য জয়ন্ত দত্ত, আমিনুর রহমান সহ জেলা কমিটির সদস্য পার্থ চৌধুরী, সোমনাথ ভট্টাচার্য, দেবব্রত চ্যাটার্জী, মিথিলেশ রায়, শম্ভুলাল কর্মকার, সুপ্রকাশ চৌধুরী, পিন্টু প্যাটেল, মনোতোষ পোদ্দার, অভিজিৎ সাহা সহ সেখ আমজাদ আলী, প্রসূন সামন্ত, পাপাই সরকার প্রমুখ। অতিরিক্ত জেলাশাসক আশ্বাস দিয়েছেন নিয়ম মেনে মুখ্যমন্ত্রীর দপ্তরে সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ক আবেদন পত্রটি পাঠিয়ে দেওয়া হবে।