Election Campaign
পঞ্চায়েত নির্বাচনে দেওয়াল লিখন থেকে ছোট ছোট সভায় মন্ত্রী স্বপন দেবনাথ
Bengal Times News, 17 June 2023
জগন্নাথ ভৌমিক, পূর্ব বর্ধমান : ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলি দক্ষিণ বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে জোরদার প্রচার শুরু করেছেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। রঙ তুলি নিয়ে নিজেই দেওয়াল লেখার কাজে হাত লাগিয়েছেন মন্ত্রী স্বপন দেবনাথ। শ্রীরামপুর অঞ্চলের ৪৭ নং বুথে দেওয়াল লেখার কাজে এগিয়ে এসে দলীয় কর্মীদের মধ্যে উৎসাহিত করেছেন।
এছাড়া এলাকায় ছোট ছোট সভা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এর সরকার গ্রাম বাংলার মানুষের জন্য উন্নয়নমূলক কি কি কাজ করেছেন সেই সব কথা দলীয় কর্মীরা কি ভাবে জনগণের কাছে তুলে ধরবেন সে বিষয়ে আলোকপাত করেন।
শনিবার শ্রীরামপুর অঞ্চলের হেমাতপুরে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে মহিলা ও যুবদের নিয়ে সভা করেন। লক্ষ্মীর ভান্ডার থেকে স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, এক্যশ্রী, সবুজ সাথী, কৃষক বন্ধু, সমব্যাথী, জয়জোহার সহ একগুচ্ছ জনমুখী প্রকল্পে গ্রামের মানুষ যে উপকৃত সেই বার্তাই সকলের কাছে তুলে ধরার আহ্বান জানান।