GTWA
কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনায়
নতুন দিশা দেখালো শিক্ষক সংগঠন
Abhirup Acharya
Bengal Times News, 20 June 2023
অভিরূপ আচার্য, পূর্ব বর্ধমান : বিদ্যালয়ের পঠন পাঠনের বাইরে যারা ছাত্র-ছাত্রীদের অন্তর্জগৎ আলোকিত করে তাদের বৃহত্তর জীবনে চলার পথ দেখান এবং সংস্কৃতিমনস্ক করে গড়ে তোলেন তারা হলেন মানুষ গড়ার কারিগর শিক্ষক। সেই শিক্ষক কুলের একাংশের একটি অরাজনৈতিক সংগঠন GTWA (Government Teachers and Non Teaching Staff welfare Association)। সারা বছর ধরে নানান সামাজিক উন্নয়নমূলক কর্মের পাশাপাশি ২০ জুন রথযাত্রার দিন বর্ধমান লায়ন্স ক্লাবে কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা উপলক্ষে যে আনন্দযজ্ঞের আয়োজন করেছিল তা সত্যিই চোখে পড়ার মত। বিক্রমাদিত্যের নবরত্নের সভার মতো এখানে উপস্থিত ছিলেন বর্ধমান শহর এবং শহরের বাইরে অজ পাড়া গ্রামের বহু রত্ন। উপস্থিত ছিলেন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, হাই মাদ্রাসা থেকে শুরু করে ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে যারা রাজ্য স্তরে এবং সর্বভারতীয় স্তরে বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখে এক থেকে দশের মধ্যে নিজেদের স্থান অধিকার করে নিয়েছে তারা। উপস্থিত ছিলেন অভিভাবক সহ রত্নগর্ভা মায়েরা এবং বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী ডঃ গোপাল ঘোষাল (প্রধান শিক্ষক, উদয় পল্লী শিক্ষা নিকেতন বর্ধমান), অরূপ চৌধুরী (রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক তথা গাছ মাস্টার), সন্দীপ চক্রবর্তী( প্রধান শিক্ষক, তেজগঞ্জ হাই স্কুল), মহীতোষ বিশ্বাস (প্রধান শিক্ষক, মাঝখান্ডা হাইস্কুল), জগন্নাথ ভৌমিক (বিশিষ্ট সাংবাদিক এবং ন্যাশনাল কাউন্সিল মেম্বার, ইণ্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়ন) সহ অন্যান্যরা। শুধু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরের র্যাঙ্ক করা ছাত্রছাত্রী নয় বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে রাজ্যস্তরে যারা তাদের প্রতিভার অনবদ্য স্বাক্ষর রেখেছে সেইসব অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল অথচ মেধাবী ছাত্র-ছাত্রীদেরও এই মহতী সভায় আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানের শুরুতেই ছাত্র-ছাত্রী অভিভাবক অভিভাবিকা সহ আমন্ত্রিত অতিথিদের গোলাপ ফুল এবং চন্দন দিয়ে বরণ করে নেওয়া হয়। রবীন্দ্র -নজরুল প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে এবং সংগীতের মধ্য দিয়ে এই মহতী অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কৃতি ছাত্র ছাত্রী সম্বর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন। সৃজনশীল নৃত্য, আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ এবং শিক্ষা সংক্রান্ত আলোচনার ঝর্ণাধারার মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি বর্ধমানের বুকে রেখে যায় আগামী দিনের একরাশ স্বপ্ন।
GTWA এর লক্ষ্য ও উদ্দেশ্য এবং ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন এই সংগঠনের বর্ষিয়ান শিক্ষক মৃত্যুঞ্জয় পাল। বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক জগন্নাথ ভৌমিক। ছাত্ররা আগামী দিনে কিভাবে তাদের সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছাবে এবং কর্ম পন্থা ও আদর্শ কী হওয়া উচিত তা নিয়ে আলোকপাত করেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত গাছ মাস্টার অরূপ চৌধুরী, শিক্ষক ডঃ গোপাল ঘোষাল, সন্দীপ চক্রবর্তী এবং মহীতোষ বিশ্বাস। উপস্থিত ছাত্র ছাত্রীদের মধ্যে ব্রতজিৎ দাস, সায়ন্তিকা ঘোষ, অর্কঘোষ, অর্নিকা দত্ত খুব সুন্দর আবৃত্তি করে সকলের মন মাতিয়ে দেয়। আকাঙ্ক্ষা সাহা এবং শতভিষা গাঙ্গুলী রবীন্দ্র নৃত্যের ছন্দে উপস্থিত সকলকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। গানে ভুবন ভরিয়ে দেয় ঋষিকা চক্রবর্তী। অভিভাবকদের তরফ থেকে চৌধুরী সাহেরা খাতুন একটি সুন্দর আবৃত্তি করেন এবং সাংবাদিক সৈয়দ মুশাররফ আজম ছাত্র-ছাত্রীদের দাবি মেনে একটি আবৃত্তি পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন শিক্ষক সংগঠন জিটিডব্লুএ-র সভাপতি বিশ্বরূপ দাস ও শিক্ষক জিয়াউল হক।
এদিনের অনুষ্ঠানে শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আমন্ত্রিত ৩৪ জন কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে আন্তরিক ভালোবাসার নিদর্শন স্বরূপ তুলে দেওয়া হয় একটি করে শংসাপত্র, মেমেন্টো, ব্যাগ, মোটিভেশনাল বই, গাছের চারা এবং মিষ্টির প্যাকেট। তেমনি সৌজন্যতা, শ্রদ্ধা, বন্ধুত্ব ও প্রীতির নমুনা স্বরূপ উপস্থিত সাংবাদিক বন্ধু সহ অতিথিদেরদেরও পুষ্প স্তবক ও উত্তরীয় দিয়ে বরণ করে তাদের হাতে তুলে দেওয়া হয় একটি করে মেমেন্টো, গাছের চারা এবং মিষ্টির প্যাকেট।
রথযাত্রার পুণ্য দিবসে এই মহতী অনুষ্ঠানে GTWA এর আগামী দিনের লক্ষ্য এবং উদ্দেশ্য প্রসঙ্গে বলতে গিয়ে সংগঠনের সভাপতি বিশ্বরূপ দাস জানান, "বিদ্যালয় পরিবেশের বাইরে দুঃস্থ, মেধাবী ছাত্র-ছাত্রী থেকে শুরু করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ছাত্র-ছাত্রী শিক্ষা সংক্রান্ত যেকোনো বিষয়ে সংগঠন তাদের পাশে দাঁড়াবে এবং সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। নিরপেক্ষ এবং দূষণমুক্ত শিক্ষা পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার নিয়ে সংগঠনের নানান কর্মসূচি রয়েছে। শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থী এবং শিক্ষকদের মৌলিক অধিকার যাতে কোনভাবে ক্ষুন্ন না হয় সে দিকে সংগঠন সজাগ দৃষ্টি রাখবে। ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সামাজিক উন্নয়ন আমাদের একমাত্র কর্তব্য"।
অনুষ্ঠানে উপস্থিত কৃতি ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা GTWA এর সংবর্ধনা সভায় উপস্থিত হতে পেরে খুবই খুশি। তারা জানান এরকম প্রাণোচ্ছ্বল মননশীল, সৃজনশীল, আন্তরিক অনুষ্ঠান বর্ধমানের বুকে খুবই কম হয়েছে। এরকম ভুয়সী প্রশংসা GTWA কে আগামী দিনে আরো উন্নয়নমূলক কাজকর্মে অনুপ্রেরণা জোগাবে এ কথা নিঃসন্দেহে বলা যায়।
এদিনের অনুষ্ঠানে যে সকল কৃতী ছাত্র-ছাত্রী সংবর্ধিত হয়েছে
মাধ্যমিক-২০২৩ (রাজ্যের মেধা তালিকায়)
১) শুভম পাল- দ্বিতীয় স্থান অধিকারী
২) অর্ক ব্যানার্জী -চতুর্থ স্থান অধিকারী
৩)শেখ সাইদ ওয়াসিফ - পঞ্চম স্থান অধিকারী
৪) রুপায়ন পাল- পঞ্চম স্থান অধিকারী
৫) প্রণিল যশ- ষষ্ঠ স্থান অধিকারী
৬)শেখ আফিফ জাহিন - অষ্টম স্থান অধিকারী
৭) দেবরাজ হাজরা- দশম স্থান অধিকারী
৮) অর্ক দীপ গোস্বামী- দশম স্থান অধিকারী
৯) ঈশান চন্দ্র বর্মন- দশম স্থান অধিকারী
উচ্চ মাধ্যমিক-২০২৩ (রাজ্যের মেধা তালিকায়)
১) রূপঙ্কর ঘটক- সপ্তম স্থান অধিকারী
২) অর্ক ঘোষ- সপ্তম স্থান অধিকারী
৩) অর্ক প্রতিম দে -নবম স্থান অধিকারী
৪) মোনালিসা পাল- নবম স্থান অধিকারী
হাই মাদ্রাসা দশম (রাজ্যের মেধা তালিকায়)
১) মোহম্মদ সাদ - সপ্তম স্থান অধিকারী
ICSE বোর্ড ( India Basis Rank )
১) সম্বিত মুখোপাধ্যায়-৯৯.৮% প্রথম স্থানাধিকারী
২) অন্তরা দা -৯৯.৪%- দ্বিতীয় স্থান অধিকারী
৩) অনীশ দত্ত -৯৯.২% তৃতীয় স্থান অধিকারী
৪) অন্তরা বাসু-৯৯.২% তৃতীয় স্থান অধিকারী
৫)জুনাইদ সিদ্দিকী -৯৯% চতুর্থ স্থান অধিকারী
৬) সোহান চক্রবর্তী-৯৮.৬% পঞ্চম স্থান অধিকারী
৭) ঐশীকী ঘোষ-৯৮.৬% পঞ্চম স্থান অধিকারী
এছাড়া অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল অথচ মেধাবী ছাত্র-ছাত্রী যাদের সম্বর্ধনা জানানো হয়েছে।
১) অনির্বাণ বিষ্ণু -৪৬৮( উচ্চ মাধ্যমিক)
২) মন্দিরা হাঁসদা-৪৩৩( উচ্চ মাধ্যমিক)
৩) শাবানা ইয়াসমিন-৪৫৫( উচ্চ মাধ্যমিক)
৪) পায়েল চন্দ্র-৮৫%( উচ্চ মাধ্যমিক)
৫) মামপিয়া টুডু ৭৫%( উচ্চ মাধ্যমিক)
৬) অনন্যা দত্ত ৮৩%( উচ্চমাধ্যমিক)
৭) আমনদীপ গোস্বামী ৮৪%( উচ্চ মাধ্যমিক)
৮) সায়ন্তন মাহান্ত ৪৮৪ ( উচ্চ মাধ্যমিক)
৯) মনিদীপ দাস ৪৭১( উচ্চ মাধ্যমিক)
১০) আয়েশা খাতুন ৪১৯( উচ্চ মাধ্যমিক)
১১) আশরাফুল চৌধুরী ৪১৯( উচ্চ মাধ্যমিক)
১২) দোলন পাল ৪৭৭ (উচ্চ মাধ্যমিক)
১৩) পিউ গায়েন ৬১৮ ( মাধ্যমিক)