IAS Rajib Sinha
বাংলার নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহা
Jagannath Bhoumick
Bengal Times News, 7 June 2023
জগন্নাথ ভৌমিক, কলকাতা : পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনার পদে আসীন হলেন আইএএস রাজীব সিনহা। গোটা বাংলা তাঁর হাতের তালুর মতো চেনা। এই রাজ্যে তিনি বিভিন্ন জেলায় অতিরিক্ত জেলা শাসক, জেলা শাসক পদে কাজ করেছেন। রাজ্যে বিভিন্ন দপ্তরের সচিব পদে সুনামের সঙ্গে কাজ করেছেন। এমনকি রাজ্যের শীর্ষ আমলা পদ অর্থাৎ রাজ্যের মুখ্য সচিব পদেরও দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলেছেন। অবিভক্ত বর্ধমান জেলাকে পূর্ণ সাক্ষর জেলা হিসেবে স্বীকৃতির পিছনে রাজীব সিনহা'র উল্লেখযোগ্য ভূমিকা ছিল।
দক্ষ আইএএস অফিসার রাজীব সিনহা কে রাজ্যের নির্বাচন কমিশনার পদে নিয়োগের সুপারিশে আজই রাজ্যপাল সি ভি আনন্দ বোস সিলমোহর দিয়েছেন।
বুধবার রাজ্য নির্বাচন কমিশন দপ্তরে রাজীব সিনহা কে ফুলের স্তবক দিয়ে স্বাগত জানান নির্বাচন কমিশনের আধিকারিকরা।