Save Girl Child
গ্রামের মেয়ে সুতপার সচেতনতা প্রয়াসে গর্বিত বাংলা
Bengal Times News, 7 May 2023
জগন্নাথ ভৌমিক, পূর্ব বর্ধমান : ভবিষ্যতের মা, ভবিষ্যত প্রজন্ম এবং পৃথিবীকে বাঁচাতে সচেতনতার বার্তা নিয়ে পথে নেমেছেন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলি ১ ব্লকের অন্তর্গত রাজাপুর গ্রামের সুতপা দাস। কলকাতা থেকে লাদাখ-কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত একটি নতুন রোড ট্রিপ শুরু করেছেন। আজ পূর্বস্থলি দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এসটিকেকে রোডের হেমাতপুর মোড়ে জাতীয় পতাকা নেড়ে এই সুদীর্ঘ পথ পরিক্রমার সূচনা করেন। একই সঙ্গে মন্ত্রী স্বপন দেবনাথ সুতপা দেবীর সচেতনতা মিশনের সাফল্য কামনা করেন।
সুতপা দাস জানান, মেয়ে শিশুকে বাঁচাতে সামাজিক সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য এই পথ পরিক্রমায় বেড়িয়েছেন। তিনি বলেন, এবার আমার দুই মাতৃবন্ধু- ঝর্ণা মালাকার ও তপতী দেবনাথ ভৌমিক আমার সঙ্গে যাবে। আমরা সামাজিক সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে ভ্রমণ করব এবং কন্যা শিশুকে বাঁচাতে প্রচার করব- ভবিষ্যতের মা, ভবিষ্যত প্রজন্ম এবং পৃথিবীকে বাঁচাতেই তাদের এই প্রচারাভিযান। যাত্রা পথে ১৩ টি রাজ্য এবং ১০০ টিরও বেশি প্রধান শহর কভার করবেন। আজ সকাল ৮ টায় মন্ত্রী স্বপন দেবনাথ জাতীয় পতাকা নেড়ে তাদের যাত্রার শুভ সূচনা করেন। দেড় মাস ধরে পথ পরিক্রমায় তাদের সচেতনতা প্রচার চলবে।