SCROLL

ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Drone operation চোলাই মদের কারবার বন্ধে ড্রোন উড়িয়ে পুলিশ ও আবগারি দপ্তরের অভিযান


 

Drone operation

চোলাই মদের কারবার বন্ধে ড্রোন উড়িয়ে পুলিশ ও আবগারি দপ্তরের অভিযান 



Abhirup Acharya
Bengal Times News, 8 May 2023

অভিরূপ আচার্য, পূর্ব বর্ধমান : চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান সংগঠিত করলো পূর্ব বর্ধমান জেলা পুলিশ। সোমবার বর্ধমান থানার পুলিশ এবং আফগারি দপ্তর যৌথভাবে এই অভিযান চালায়। বিশাল পুলিশ বাহিনী বিস্তীর্ণ এলাকা ঘিরে অভিযান চালায়। মাথার উপরে দুটি ড্রোন উড়িয়ে নজরদারি চলে। চোলাই মদ বন্ধে ইতিপূর্বে এরকম অভিযান কখনো দেখা যায়নি। এলাকার কোথায় কোথায় চোলাই তৈরির ভাটি আছে, কোথায় চোলাই মজুদ করা রয়েছে, এমনকি এলাকার কোথায় চোলাইয়ের ঠেক রয়েছে এইসব নিখুঁত ভাবে দেখার উদ্দেশ্যে ড্রোন ক্যামেরা ব্যবহার করে গোটা এলাকা নজরবন্দী করা হয়। বর্ধমান শহর লাগোয়া বিজয়রামের কেসরা পাড়া, আদিবাসী পাড়া, কোঁড়া পাড়া, মালির ঘর, মাঠ সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে চোলাই মদের বিরুদ্ধে অভিযান চলে।

আবগারি দপ্তর সূত্রে জানা গেছে, ৮ মে অভিযান চালিয়ে ৭০লিটার চোলাই মদ, ৬ হাজার ৫৪০লিটার মদ তৈরির উপকরণ ও ৫টি এ্যালুমিনিয়ামের হাঁড়ি, কিছু কেমিক্যাল বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও অভিযানের আগাম আঁচ পেয়ে বেআইনি কারবারিদের সবাই এলাকা থেকে পালিয়ে যাওয়ায় কাউকে ধরা যায়নি। তবে ড্রোন ক্যামেরার সাহায্যে ফুটেজ সংগ্রহ করা হয়েছে অবৈধ চোলাই কারবারের জায়গাগুলোর। পরবর্তীতে আরও এই ধরনের অভিযান করা হবে। 

এদিনের পুলিশী অভিযানের পর গোটা এলাকায় একটা থমথমে পরিবেশ লক্ষ্য করা যায়। ঘটনার প্রেক্ষিতে সকলেই মুখে কুলুপ এঁটেছেন। তবে মুখে কিছু বলতে না চাইলেও এলাকার মহিলাদের অনেকেই এই অভিযানে খুশি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad