International Mother's Day
আন্তর্জাতিক মাতৃ দিবসে আমার পাঠশালা'র উদ্যোগে খুশি দুঃস্থ মায়েরা
Bengal Times News, 14 May 2023
বেঙ্গল টাইমস নিউজ, পূর্ব বর্ধমান : বর্ধমান শহরের উপকন্ঠ নবাবহাটের তালপুকুর আদিবাসীপল্লীতে স্বেচ্ছাসেবী সংস্থা "আমার পাঠশালা"-র পক্ষ থেকে পালিত হলো "আন্তর্জাতিক মাতৃ দিবস" l "আমার পাঠশালা"-র পক্ষ থেকে ৫০ জন মা-এর হাতে বৃক্ষ শিশু তুলে দিয়ে সংবর্ধিত করা হয় এবং সেই সঙ্গে "পুষ্টির দিশা" কর্মসূচীর মাধ্যমে পাঠশালার ৫০ জন দুঃস্থ, সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের মায়েদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধি করা হয়।
সেইসঙ্গে তাঁদের হাতে তুলে দেওয়া হয় আম, কলা, আঙ্গুর, খেজুর ইত্যাদি পুষ্টিকর ফল। "আমার পাঠশালা"-র পক্ষ থেকে সম্পাদক সন্দীপ পাঠক, সহসভাপতি মোশারফ হোসেন, অতনু ঘোষরা জানান আজকে "আন্তর্জাতিক মাতৃ দিবস" উপলক্ষে ৫০ জন মা-কে সম্মান জানাতে পেরে এবং তাঁদের সঙ্গে পুষ্টি সচেতনতা বিষয়ে আলোচনা করতে পেরে তাঁরা আপ্লুত এবং একই সঙ্গে সমস্ত মায়েদের প্রতি তাঁরা শ্রদ্ধা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত মায়েরা "আমার পাঠশালা"-র এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানান ও "আমার পাঠশালা"-র উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন ।