Certificate of Avishek
বুথ সভাপতিরাই দলের সম্পদ বলে সার্টিফিকেট দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়
Bengal Times News, 14 May 2023
অতনু হাজরা, জামালপুর : তৃণমূল কংগ্রেসের নব জোয়ার কর্মসূচিতে জামালপুরবাসীর মন জয় করলেন অভিষেক বন্দোপাধ্যায়। মেমারি থেকে রোড শো করে তিনি জামালপুরে ঢোকেন। জামালপুরে আসতে তাঁর রাত হয়ে যায়। জামালপুরে সিবি মাঠে পৌঁছে সামান্য বিশ্রাম নিয়ে তিনি দলের কর্মীদের সাথে মিলিত হন। প্রসঙ্গত শনিবার জামালপুরে ৮ টি ব্লকের বুথ সভাপতি, অঞ্চল কমিটির সভাপতি সহ পঞ্চায়েত সমিতির সদস্য, প্রধানরা তাঁদের পছন্দের প্রার্থীদের ভোট দেন। খুবই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ভাবেই সম্পন্ন হয়েছে ভোট। সিবি মাঠের মঞ্চ থেকে তিনি দলের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন।
তিনি বলেন এই প্রথম দলের যারা প্রকৃত সম্পদ সেই বুথ সভাপতিদের মতামত নেওয়া হলো পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে। কারণ একদম তৃণমূল স্তরে দলের হয়ে তাঁরাই লড়াই করেন কিন্তু এতদিন পর্যন্ত তাঁরা সেভাবে মর্যাদা পেতেন না। তাই তিনি নিজে এসেছেন তাঁদের সাথে কথা বলতে। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন দলে কোনরকম দুর্নীতি বরদাস্ত করা হবে না। কেউ যেন নিজেকে দলের উপরে না ভাবেন। মানুষ যাঁদের নির্বাচন করেছেন মানুষকে তাঁদের সার্ভিস দিতেই হবে। তিনি রাজ্যের সমস্ত পঞ্চায়েতের উপর নজর রাখবেন যেখানেই তিনি দুর্নীতি দেখবেন সাথে সাথে ব্যবস্থা নেবেন এমনকি দল থেকে বহিস্কার করতেও দুবার ভাববেন না। আরো বলেন তৃণমূলই একমাত্র দল যাঁরা দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় প্রয়োজনে দল থেকে বহিস্কার করে। যা অন্য কোনো দলের মধ্যে দেখা যায় না। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধেও তিনি তোপ দাগেন ১০০ দিনের কাজ ও আবাসের বাংলার প্রাপ্য টাকা অন্যায় ভাবে আটকে রাখার জন্য। তিনি বাংলার মানুষকে নিয়ে প্রয়োজনে দিল্লী যাবেন। বাংলা বঞ্চনা কোনো মতেই মেনে নেওয়া হবে না বলে জানান তিনি। শনিবার কর্ণাটকের নির্বাচনের ফল বিজেপির শেষের শুরু বলে মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আসন্ন পঞ্চায়েত ভোটে তিনি বিধানসভা ভোটে যেভাবে পূর্ব বর্ধমান জেলার মানুষ আশীর্বাদ করেছিলেন সেই ভাবেই যেন আশীর্বাদ করেন। আজ জামালপুরে রোড শো করে তিনি রায়না প্রবেশ করবেন। অভিষেক বন্দোপাধ্যায় কে সামনে থেকে দেখে উল্লাসে ফেটে পড়েন দলের কর্মী সমর্থকরা। দলের নিচুতলার কর্মীদের যেভাবে তিনি সম্মান জানাচ্ছেন তাতে গর্বিত নিচু তোলার কর্মীরা।
জামালপুরে অভিষেকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী, মন্ত্রী মলয় ঘটক, স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়ক শম্পা ধারা, সহকারী সভাধিপতি দেবু টুডু, সহ জেলা পরিষদের সদস্যরা। ছিলেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক সহ অন্যান্য ব্লক নেতৃত্ব। ব্লক সভাপতি সহ বিধায়ক ও অন্যান্য নেতৃবৃন্দ সভা সফল করতে সফল ভাবেই তাদের দায়িত্ব পালন করেছেন বলে মন্তব্য করেন দলের উচ্চ নেতৃত্ব।