SCROLL

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Civic Volunteer পথ দুর্ঘটনায় আহত সিভিক ভলান্টিয়ার এর পরিবারের পাশে মেমারি-১ ব্লক রিক্রিয়েশন ক্লাব


 

Civic Volunteer 

পথ দুর্ঘটনায় আহত সিভিক ভলান্টিয়ার এর পরিবারের পাশে মেমারি-১ ব্লক রিক্রিয়েশন ক্লাব




Jagannath Bhoumick
Bengal Times News, 18 May 2023

জগন্নাথ ভৌমিক, বেঙ্গল টাইমস নিউজ : মেমারি থানার সিভিক ভলেন্টিয়ার সুখদেব মুর্মু। পোস্টিং মেমারি ১ ব্লক অফিস। সুখদেবের সাথে কোভিড কাল থেকে মেমারি-১ ব্লকের একটা আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। সুখদেব প্রতিদিন সময় মতো অফিস এসে বিডিও-র চেম্বারের সামনে বসে তার দায়িত্ব পালন করতো। এই করতে করতেই সে মেমারি-১ বিডিও অফিসের একজন সহকর্মীতে পরিণত হয়ে গিয়েছিল। অফিসের সব কাজেই সে এগিয়ে আসতো। সহজ-সরল ছেলেটি প্রত্যেকের কাছেই খুব প্রিয় হয়ে গিয়েছিল। সম্প্রতি এক পথ দুর্ঘটনাতে মারাত্মকভাবে আহত হয়ে সুখদেব এখন কোলকাতার পিজি হাসপাতালে ভর্তি। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার এই আকস্মিক দুর্ঘটনায় তার পরিবারের পাশাপাশি মেমারি-১ ব্লকের সকল কর্মীরা মর্মাহত। 

হঠাৎ করে এই দুর্ঘটনায় তাঁর পরিবারও খুব অসহায় অবস্থার মধ্যে চলে গেছে। সেই পরিবারের পাশে থেকে কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিতে মেমারি-১ ব্লক স্টাফ রিক্রিয়েশন ক্লাব এগিয়ে এলো। ক্লাবের পক্ষ থেকে এদিন অফিসের প্রত্যেকের টেবিলে টেবিলে গিয়ে আর্থিক সাহায্য সংগ্রহ করা হয়। সকল কর্মী মানবিকতার হাত বাড়িয়ে দেন। এগিয়ে আসেন মেমারি-১ ব্লকের বিডিও ডাঃ আলি মহঃ ওয়ালি উল্লাহ নিজে। সকলের উদ্যোগে যা অর্থ সংগ্রহ হলো তা আজ সুখদেবের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সুখদেবের স্ত্রী ও বাবার হাতে অর্থ তুলে দিলেন ক্লাবের সম্পাদক শুভেন্দু সাঁই, কোষাধ্যক্ষ তুষার নন্দী এবং সদস্য সুমন্ত বসু। 

রিক্রিয়েশন ক্লাবের সম্পাদক শুভেন্দু সাঁই বলেন, সুখদেব ওর নিজ গুণে সিভিক থেকে সহকর্মীতে পরিণত হয়ে গিয়েছিলো। তার এই কঠিন বিপদের সময়ে যদি তার পরিবারের পাশে কিছু সাহায্য করা যায় এই বার্তা নিয়ে আজ আমরা আমাদের অফিসের সকল কর্মীর কাছে আবেদন করি। প্রত্যেককেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সেই অর্থ আজ আমরা আংশিক ওর পরিবারের হাতে তুলে দিলাম। আগামী দিনে আরো কিছু অর্থ তুলে দেওয়া হবে। 

ক্লাবের সভাপতি তথা মেমারি-১ ব্লকের বিডিও ডাঃ আলি মহঃ ওয়ালি উল্লাহ জানান, ওর দুর্ঘটনার পর থেকেই আমরা সকলেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। এখনও ওর অবস্থা খুব একটা ভালো নেই। চিকিৎসা চলছে। ওর পরিবারের পাশে দাঁড়ানোটা আমাদের মানবিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই আজকের এই সামান্য উদ্যোগ। আগামী দিনে আরো কিছু আর্থিক সাহায্য করা যায় কিনা সেবিষয়েও আমরা চিন্তাভাবনা করছি। আসলে ছেলেটি খুবই ভালো। ওর ব্যবহার, আচরণ সবই আমাদের মুগ্ধ করেছে। আশা করি খুব তাড়াতাড়ি সুখদেব সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে এবং আবার সেই আগের মতো আমাদের অফিসে কাজের দায়িত্ব পালন করবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad