Civic Volunteer
পথ দুর্ঘটনায় আহত সিভিক ভলান্টিয়ার এর পরিবারের পাশে মেমারি-১ ব্লক রিক্রিয়েশন ক্লাব
Bengal Times News, 18 May 2023
জগন্নাথ ভৌমিক, বেঙ্গল টাইমস নিউজ : মেমারি থানার সিভিক ভলেন্টিয়ার সুখদেব মুর্মু। পোস্টিং মেমারি ১ ব্লক অফিস। সুখদেবের সাথে কোভিড কাল থেকে মেমারি-১ ব্লকের একটা আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। সুখদেব প্রতিদিন সময় মতো অফিস এসে বিডিও-র চেম্বারের সামনে বসে তার দায়িত্ব পালন করতো। এই করতে করতেই সে মেমারি-১ বিডিও অফিসের একজন সহকর্মীতে পরিণত হয়ে গিয়েছিল। অফিসের সব কাজেই সে এগিয়ে আসতো। সহজ-সরল ছেলেটি প্রত্যেকের কাছেই খুব প্রিয় হয়ে গিয়েছিল। সম্প্রতি এক পথ দুর্ঘটনাতে মারাত্মকভাবে আহত হয়ে সুখদেব এখন কোলকাতার পিজি হাসপাতালে ভর্তি। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার এই আকস্মিক দুর্ঘটনায় তার পরিবারের পাশাপাশি মেমারি-১ ব্লকের সকল কর্মীরা মর্মাহত।
হঠাৎ করে এই দুর্ঘটনায় তাঁর পরিবারও খুব অসহায় অবস্থার মধ্যে চলে গেছে। সেই পরিবারের পাশে থেকে কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিতে মেমারি-১ ব্লক স্টাফ রিক্রিয়েশন ক্লাব এগিয়ে এলো। ক্লাবের পক্ষ থেকে এদিন অফিসের প্রত্যেকের টেবিলে টেবিলে গিয়ে আর্থিক সাহায্য সংগ্রহ করা হয়। সকল কর্মী মানবিকতার হাত বাড়িয়ে দেন। এগিয়ে আসেন মেমারি-১ ব্লকের বিডিও ডাঃ আলি মহঃ ওয়ালি উল্লাহ নিজে। সকলের উদ্যোগে যা অর্থ সংগ্রহ হলো তা আজ সুখদেবের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সুখদেবের স্ত্রী ও বাবার হাতে অর্থ তুলে দিলেন ক্লাবের সম্পাদক শুভেন্দু সাঁই, কোষাধ্যক্ষ তুষার নন্দী এবং সদস্য সুমন্ত বসু।
রিক্রিয়েশন ক্লাবের সম্পাদক শুভেন্দু সাঁই বলেন, সুখদেব ওর নিজ গুণে সিভিক থেকে সহকর্মীতে পরিণত হয়ে গিয়েছিলো। তার এই কঠিন বিপদের সময়ে যদি তার পরিবারের পাশে কিছু সাহায্য করা যায় এই বার্তা নিয়ে আজ আমরা আমাদের অফিসের সকল কর্মীর কাছে আবেদন করি। প্রত্যেককেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সেই অর্থ আজ আমরা আংশিক ওর পরিবারের হাতে তুলে দিলাম। আগামী দিনে আরো কিছু অর্থ তুলে দেওয়া হবে।
ক্লাবের সভাপতি তথা মেমারি-১ ব্লকের বিডিও ডাঃ আলি মহঃ ওয়ালি উল্লাহ জানান, ওর দুর্ঘটনার পর থেকেই আমরা সকলেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। এখনও ওর অবস্থা খুব একটা ভালো নেই। চিকিৎসা চলছে। ওর পরিবারের পাশে দাঁড়ানোটা আমাদের মানবিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই আজকের এই সামান্য উদ্যোগ। আগামী দিনে আরো কিছু আর্থিক সাহায্য করা যায় কিনা সেবিষয়েও আমরা চিন্তাভাবনা করছি। আসলে ছেলেটি খুবই ভালো। ওর ব্যবহার, আচরণ সবই আমাদের মুগ্ধ করেছে। আশা করি খুব তাড়াতাড়ি সুখদেব সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে এবং আবার সেই আগের মতো আমাদের অফিসে কাজের দায়িত্ব পালন করবে।