SCROLL

ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Madhyamik Topper 2023 মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে দশের মেধা তালিকায় ১১৮ জন, কোন স্থানে কতজন এক ঝলকে দেখে নিন


 

Madhyamik Topper 2023 

মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে দশের মেধা তালিকায় ১১৮ জন, কোন স্থানে কতজন এক ঝলকে দেখে নিন 


Jagannath Bhoumick
Bengal Times News, 19 May 2023

জগন্নাথ ভৌমিক, বেঙ্গল টাইমস নিউজ : ৭৬ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফল। এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ৪ মার্চ। ১৯ মে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে জানান, এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লক্ষ ৮২ হাজার ৩২১ জন। আর এর মধ্যে পাশ করেছে ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ জন পরীক্ষার্থী।

মাধ্যমিকে পরীক্ষায় পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম হয়েছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার দেবদত্তা মাঝি। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৭ নম্বর। দেবদত্তা কাটোয়ার দূর্গাদাসী চৌধুরানী গার্লস হাইস্কুলের ছাত্রী। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় শুক্রবার সাংবাদিক সম্মেলনে এই তথ্য দিয়ে জানান, শতকরা হারে দেবদত্তা পেয়েছে ৯৯.৫৭ শতাংশ। 

দ্বিতীয় হয়েছে বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের শুভম পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯১। শতকরা হারে ৯৮.৭১ শতাংশ। একই নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের রিফাত হাসান সরকার। 

আজ পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে শুভম পাল -কে পুষ্পস্তবক, চারা গাছ ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান জেলা আধিকারিক রাম শংকর মন্ডল। 

তৃতীয় স্থানে রয়েছে ৬ জন। এদের প্রাপ্ত নম্বর ৬৯০। তৃতীয় অর্ক মন্ডল, সৌম্যদীপ মল্লিক, মহঃ সরওয়ার ইমতিয়াজ, মাহির হাসান, স্বরাজ পাল, অর্ঘ্যদ্বীপ সাহা। 

রাজ্যে চতুর্থ হয়েছে ৪ জন। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৯। চতুর্থ স্থানে রয়েছে অর্ক ব্যানার্জী, সমাদ্রিতা সেন, অনীশ বারুই, অরিজিৎ মন্ডল। 

পঞ্চম হয়েছে ৯ জন, তাদের প্রাপ্ত নম্বর ৬৮৮। নবম স্থানে রয়েছে শুভজিৎ দে, সুপ্রভা আদক, অন্বেষা চক্রবর্তী, ঈশান পাল, রূপায়ন পাল, সেখ সায়িদ ওয়াসিফ, অনুশ্রেয়া দাস, শুভ্রজিৎ দেব। 

ষষ্ঠ স্থান পেয়েছে ১১ জন। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৭। ষষ্ঠ স্থানে রয়েছে বিদিশা কুন্ডু, সুতীর্থ পাল, অনীক বারুই, সৌম্যদীপ দাস, সৌম্যদীপ নায়ক, সূর্যেন্দু মন্ডল, অপূর্ব সামন্ত, প্রনীল যশ, সতীর্থ সাহা, রেহান আবেদিন, ঋদ্ধীশ দাস।

সপ্তম হয়েছে ১৯ জন। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৬। সপ্তম স্থানে রয়েছে সুচেতনা রায়, অদ্রীজ গুপ্ত, অনুস্মিতা সাঁতরা, জীষ্ণু ঘোষ, শুভরাম হাজরা, দেবশঙ্কর সাঁতরা, শিবেন্দু বেরা, শুভদ্বীপ সরকার, প্রাপ্তি ঘোষাল, স্নেহা কর, সৌমি দে, ঋদ্ধীত পাল, সামরিন আক্তার, প্রান্তিক গাঙ্গুলী, শারন দেবনাথ, সত্যম বনিক, গোলাম মাসুদ বিশ্বাস, সেখ আয়ান রশিদ, মহঃ ফাহিম আনিশ।

অষ্টম হয়েছে ১৫ জন। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৫। অষ্টম স্থানে রয়েছে দেবজ্যোতি ভট্টাচার্য, শিবম মন্ডল, অর্পণ সেন বর্মন, তিস্তা বেরা, শুভজিৎ বেজ, সোনাই মুখার্জী, অর্চিস্মান চক্রবর্তী, সমিতা প্রামানিক, সেখ আফিফ জাহিন, রাজদীপ সাসমল, প্রত্যুষা বর্মণ, ফারহিন আক্তার, আফিয়া আকুইলা, অরণ্য লাহা, দেবকুমার মিশ্র।

নবম হয়েছে ১৭ জন। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৪। নবম স্থানে রয়েছে রুদ্রনীল ঘোষ, অভীক আদক, শিবম পাঠক, আরিয়ান গোস্বামী, অর্কপ্রভ জানা, দ্বৈপায়ন মান্না, শুভ্র সাধুখাঁ, সমুদ্র দত্ত, সংহিতা দাস, কৃষ্ণ কালী ত্রিপাঠী, সুমাল্য মহাপাত্র, কৃতি সুন্দর দে, শ্রেয়া চক্রবর্তী, শবনম পারভিন, শুভদীপ চপাদার, ঈশিতা ভট্টাচার্য, তুষার দেবনাথ।

দশম হয়েছে ৩৪ জন। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৩। দশম স্থানে রয়েছে তোষালী ঘোষ, তন্ময় ঘোষ, তনয় ঠিকাদার, প্রত্যুষ চ্যাটার্জী, শমীক মাহাতা, সাগ্নিক মন্ডল, রুদ্রনীল দাস, রাফিদ রানা লস্কর, সময়িতা দাস, নম্রতা কোলে, অয়নদীপ সেনগুপ্ত, বিনায়ক সেনাপতি, ময়ূক পাত্র, বীরেশ ঘোষ, বর্ণময় বারিক, সাগ্নিক রায়, অঙ্কন মন্ডল, শুভাঞ্জন পারই, সোনালী মাইতি, রাজদীপ মাইতি, ন্যায়শ্রী কালিন্দী, সৌরদীপ দাস, দেবজিৎ রায়, অঙ্কনা দুবে, দেবজিৎ মন্ডল, অঙ্কুর ঘোষ, ঈশান চন্দ্র বর্মন, দেবরাজ হাজরা, অর্কদীপ গোস্বামী, সুময়া সুলতানা, মাহফুজ আলম, সাগ্নিক বক্সী, অনুব্রত ঘোষ, অঙ্কিত মন্ডল।

 মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে নবম স্থানের অধিকারী ২৬৮ পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার কালনা ১ নং ব্লকের সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শবনম পারভীনকে শুভেচ্ছা জানান রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।

এ বছর মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশ জনে রয়েছে ১৬টা জেলা থেকে ১১৮ জন পরীক্ষার্থী। পাশের হারে জেলার মধ্যে প্রথম হয়েছে পূর্ব মেদিনীপুর সেখানে ৯৬.৮৬ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। এরপরই দ্বিতীয় থানে কালিম্পং এবং তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। কালিম্পং ৯৪.১৩ শতাংশ। কলকাতা ৯৩.৭৫ শতাংশ, পশ্চিম মেদিনীপুর ৯২.১৩ শতাংশ।

প্রথম ১০ জনের তালিকায় মালদহ থেকে রয়েছে ২১জন। পূর্ব বর্ধমান জেলা থেকে ১৭ জন, বাঁকুড়া থেকে ১৪ জন, দক্ষিণ ২৪ পরগনা ১৩ জন, পূর্ব মেদিনীপুর ১১ জন, উত্তর ২৪ পরগনা ৯ জন, পশ্চিম মেদিনীপুর ৯ জন, পুরুলিয়া ৬ জন, হুগলি ৫ জন, হাওড়া থেকে ৪ জন, কোচবিহার জেলার ৩ জন এবং বীরভূম জেলার ২ জন পরীক্ষার্থী রয়েছে।


Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad