Road Accident
লরির ধাক্কায় মা ও ছেলের মৃত্যু, উত্তেজনা
Bengal Times News, 8 April 2023
বেঙ্গল টাইমস নিউজ : লরির ধাক্কায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্ধমান শহরের উপকণ্ঠে সদরঘাট ব্রিজের কাছে ঘটনাটি ঘটেছে। মৃতদের নাম বাগলি কিসকু(৪০) ও অসীম কিসকু(২৩)। জামালপুর থানার জামদো গ্রামে বাসিন্দা। জানা যায়, শনিবার সকালে বাইকে চেপে মা ও ছেলে বর্ধমানের দিকে আসছিলেন। সেই সময় সদরঘাটে একটি লরি তাঁদের বাইকটিকে ধাক্কা মারে। ঘটনায় তাঁরা দু'জনেই গুরুতর জখম হন। খবর পেয়ে পুলিস আহত মা ও ছেলেকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই বলে মৃত ঘোষণা করেন।