Rabindra Bhavan
বর্ধমান রবীন্দ্র ভবন সরকারি অধিগ্রহণের পথে, সম্পাদকের দায়িত্বে জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক
Bengal Times News, 6 April 2023
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : বর্ধমান রবীন্দ্র ভবন সরকারি অধিগ্রহণের পথে প্রাথমিকভাবে একধাপ এগিয়েছে। এবিষয়ে আজ পূর্ব বর্ধমান জেলাশাসকের কনফারেন্স হলে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) সুপ্রিয় অধিকারী, বর্ধমান সদর উত্তরের মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শংকর মন্ডল সহ রবীন্দ্র ভবনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। উল্লেখ্য পদাধিকার বলে বর্ধমান রবীন্দ্র ভবন পরিচালন কমিটির সভাপতি জেলা শাসক।
বিগত ১৫ বছর ধরে রবীন্দ্র ভবনের সদস্য- সদস্যা সহ কর্মীরা সরকারি অধিগ্রহণের দাবি জানিয়ে আসছিল। এবার সেই দাবির কিছুটা হলেও মান্যতা পেল। এযাবৎকালে রবীন্দ্র ভবনের সদস্য- সদস্যাদের মধ্যে থেকেই পরিচালন কমিটির সম্পাদক এবং কোষাধ্যক্ষ নির্বাচন করা হতো। বৃহস্পতিবার জেলা শাসকের কনফারেন্স হলে আয়োজিত বৈঠকে সিদ্ধান্ত হয় এখন থেকে জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক বর্ধমান রবীন্দ্র ভবনের সম্পাদক পদের দায়িত্বে থাকবেন। আজকের বৈঠক থেকে জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শংকর মন্ডল কে সম্পাদক পদের দায়িত্ব দেওয়া হয়। কোষাধ্যক্ষ পদের দায়িত্বে থাকবেন বর্ধমান পৌরসভার ফিনান্স অফিসার। পদাধিকার বলে জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা রবীন্দ্র ভবনের সভাপতি পদের দায়িত্বে রয়েছেন। কার্যনির্বাহী সভাপতি বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। এছাড়া সদস্য সদস্যাদের মধ্যে থেকেই কমিটির অন্যান্য পদাধিকারী ও কার্যনির্বাহী সদস্য নির্বাচন করা হবে। বিধায়ক খোকন দাস জানান, শীঘ্রই সাধারণ সভা ডেকে কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এদিনের বৈঠকে রবীন্দ্র ভবন পরিচালন কমিটির প্রাক্তন সম্পাদক ডঃ স্বাতী চট্টোপাধ্যায়, আশীষ বিশ্বাস সহ সুব্রত মন্ডল, ডঃ সর্বজিৎ যশ, অনন্ত মন্ডল, রঞ্জন ঘোষ এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।