Horrible fire incident in Bus
দূরপাল্লার ভলবো বাসের চাকা ফেটে অগ্নিকান্ডে পুড়ে ছারখার
Bengal Times News, 10 April 2023
বেঙ্গল টাইমস নিউজ : বাসের চাকা ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছারখার হয়ে গেল আস্ত একটি ভলভো বাস। ১০ এপ্রিল গভীর রাতে ঘটনাটি ঘটেছে শহর বর্ধমানের উপকণ্ঠে নবাব হাট মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কের উপর। হতাহতের কোন খবর না থাকলেও যাত্রীদের লাগেজ এবং অন্যান্য সমস্ত মালপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। জানা গেছে বাসটি কলকাতা থেকে দুমকা যাচ্ছিল।
দুর্ঘটনাগ্রস্থ বাসটির যাত্রী স্মৃতি কুমারী বলেন, তিনি ব্যবসা করেন। কলকাতা থেকে জিনিষপত্র কিনে তিনি ভাগলপুর ফিরছিলেন। সব জিনিষপত্র পুড়ে গেছে। তাঁর দাবি, প্রায় দেড় লক্ষ টাকার জিনিষপত্র পুড়ে ছাই হয়ে গেছে। বাসের অপর এক যাত্রী রীতেশ জয়সোয়াল বলেন, তিনি মোবাইলের ব্যবসা করেন। মোবাইলের বিভিন্ন যন্ত্রাংশ কিনে তিনি মুঙ্গের ফিরছিলেন। তারও প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আগুণ লাগার পর অনেকেই ভোরের দিকে অন্য বাস বা ট্রেনে করে নিজেদের গন্তব্যে ফিরেছেন।
খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।