তৃণমূল কংগ্রেসের ডাকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ মিছিলে জনজোয়ার
Bengal Times News, 27 April 2023
অতনু হাজরা, জামালপুর : কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে জামালপুরের পথে নেমে প্রতিবাদ জানালেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ এবং সাংসদ ডঃ শান্তনু সেন। ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, সিদ্দিকুল্লাহ চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া সহ জেলার অন্যান্য নেতৃত্ব। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে কি ভাবে গর্জে উঠতে হয় দেখিয়ে দিলো জামালপুরের মানুষ। জনজোয়ারে ভাসলো জামালপুর। আর এই কৃতিত্ব যে মেহেমুদ খান এর সেটাতে শীলমোহর দিয়ে গেলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব।
মাত্র এক দিন আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জামালপুরে সভা করতে এসে ছিলেন। দেড় দু'হাজার মানুষের সামনে বিশাল তর্জন গর্জন করে করে গেছেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের আজকের মিছিলের জনপ্লাবনে সব আস্ফালন ধুয়ে মুছে সাফ। আসলে জামালপুরের মানুষ জানে কি ভাবে জবাব দিতে হয়।
২৭ এপ্রিল জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ও সভা করা হয়। মুলত কেন্দ্রের লাগাতার বঞ্চনার প্রতিবাদে আজকের মিছিল। দুবছর ধরে ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা, আবাস যোজনার টাকা, রান্নার গ্যাস ও পেট্রোল ডিজেলের লাগাতার দাম বৃদ্ধির প্রতিবাদে আজকের মিছিল। মিছিল শেষে হরেকৃষ্ণ কোঙার সেতুর মুখে একটি প্রতিবাদ সভা করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ, রাজ্য সভার সাংসদ ডাঃ শান্তুনু সেন, সাংসদ সুনীল মন্ডল, জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী, রাজ্যের দুই মন্ত্রী স্বপন দেবনাথ ও সিদ্দিকুল্লা চৌধুরী, জেলা সভাধিপতি তথা রায়নার বিধায়ক শম্পা ধাড়া, সহ সভাধিপতি দেবু টুডু, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, জেলার যুব সভাপতি রাসবিহারী হালদার, আইএনটিটিইউসি'র জেলা সভাপতি মহঃ সেলিম, ডিপিএসসি'র চেয়ারম্যান তথা মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, মিঠু মাঝি, মহঃ ইসমাইল, তৃণমূলের জেলা নেতা জয়দেব মুখার্জী সহ জেলা ও ব্লকের নেতৃত্ব। মেহেমুদ খান যে আজও তৃণমূল কর্মীদের কাছে আবেগ সেটা আজ আবারও প্রমাণ হয়ে গেলো। প্রাকৃতিক দূর্যোগ কে উপেক্ষা করে হাজার হাজার কর্মী সমর্থক মিছিলে পা মেলান। তাঁর সাথে রয়েছেন বিধায়ক অলক কুমার মাঝি ও পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক। তিনজনের মেলবন্ধনে জামালপুরে চাঙ্গা তৃণমূলের সংগঠন।
হালারা মোড় থেকে শুরু হয় মিছিল। মিছিলে উপস্থিত সায়নী ঘোষ সহ অন্যান্যরা জনজোয়ারে ভেসে যান। এই বিপুল সংখ্যক কর্মী সমর্থক দেখে আপ্লুত হয়ে যান তাঁরা। যে কথা বক্তব্য রাখতে গিয়ে স্বীকার করে নেন সায়নী ঘোষ। সভাস্থলে তিল ধারণের জায়গা ছিল না।শুধু যেদিকে চোখ যায় জনসমুদ্র।
সাংসদ শান্তনু বাবু তাঁর বক্তব্যে দুদিন আগে করে যাওয়া সভায় শুভেন্দু অধিকারীর তীব্র সমালোচনা করেন। তিনি শুভেন্দু বাবুকে আয়নায় নিজের মুখ দেখতে বলেন। তাঁকে সব দিয়েছিলেন মমতা বন্দোপাধ্যায় তা সত্বেও তিনি তাঁর সাথে বেইমানি করেছেন। তিনি আরো বলেন রাজ্যের বিরোধী নেতা দিল্লি গিয়ে বাংলার পাওনা টাকা আটকে রাখার কথা বলে আসছেন।
সায়নী ঘোষ তাঁর বক্তব্যে বলেন বাংলার মানুষ মীরজাফর নামটা শুনলে আর সিরাজউদ্দৌলার ইতিহাস মনে করে না। শুভেন্দু বাবুর নামটাই তাদের মনে আসে। তিনি বলেন দিল্লির সরকার বাংলার জন্য কিছুই করবে না, যা করবেন দিদিমনিই করবেন। তাই বাংলা নিজের মেয়েকেই চায়। অলক মাঝি বলেন, শুভেন্দু অধিকারীকে নিয়ে এত বেশি গুরুত্ব দেবার কিছু নেই। তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের পাশে থেকে কাজ করে। তিনি আজকের মিছিলের সাফল্যের জন্য ব্লক সভাপতিকে ধন্যবাদ জানান। তিনি জামালপুরের মানুষকে তাঁকে বিধায়ক করার জন্য ও আজকের মিছিলে পা মেলানোর জন্য ও তাঁদের সমর্থন জানানোর জন্য তিনি জামালপুরের মানুষকে নত মস্তকে প্রণাম জানান। ব্লক সভাপতি মেহেমুদ খান এই দুর্যোগ মাথায় করে যারা আজ মিছিলে উপস্থিত হলেন তাঁদের তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি জানান এই দুর্যোগ মাথায় করেও প্রায় ২৫০০০ - ২৬০০০ কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। তিনি বলেন আজকের মানুষের উপস্থিতিই সবার সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। আজকের এই মিছিল সফলভাবে আয়োজন করার জন্য তিনি বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক সহ সকল শাখা সংগঠনের সভাপতি ও নেতৃত্বদের ধন্যবাদ জানান।