Strict measures about pond filled
পুকুর ভরাট করলেই কড়া ব্যবস্থা
Bengal Times News, 24 March 2023
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : পুকুর ভরাট করলেই কড়া ব্যবস্থা। ইতিমধ্যেই যাঁরা পুকুর ভরাট করেছেন তাদের পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে হবে পুকুরটিকে, সাত দিনের জন্য নোটিশ পাঠানো হবে। কাজ না হলেই কড়া ব্যবস্থা নেবে পৌরসভা এবং জেলা প্রশাসন। এমনটাই জানিয়েছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। শুক্রবার শহর বর্ধমানের ৩৫ টি পুকুরের মালিক কে নিয়ে একটি মিটিং হয় জেলাশাসকের কনফারেন্স হলে, সেখানেই ওই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন বিধায়ক খোকন দাস।
বর্ধমান শহরের পুকুর ভরাট নিয়ে নড়ে চড়ে বসেছে প্রশাসন। আর এই পুকুর ভরাট নিয়েই প্রশাসনের বৈঠক হলো পূর্ব বর্ধমানের জেলা শাসকের কনফারেন্স হলে। উপস্থিত ছিলেন জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, পুলিশ সুপার কামনাশীষ সেন, অতিরিক্ত জেলা শাসক এবং ডিএলআরও ইউনিস রিনিস ইসমাইল, বিধায়ক খোকন দাস, পৌরপতি পরেশ চন্দ্র সরকার, মহকুমা শাসক বর্ধমান সদর উত্তর তীর্থঙ্কর বিশ্বাস সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও ৩৫ টি পুকুরের মালিকরা।