Freedom of speech
বাক স্বাধীনতাকে সুদৃঢ় করতে সাংবাদিক ও প্রচার মাধ্যমকে সজাগ থাকতে হবে : রাজ্যপাল
Bengal Times News, 26 March 2023
জগন্নাথ ভৌমিক, কলকাতা : পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (আই জেএ) শতবর্ষ অনুষ্ঠানের সূচনা করলেন। ২৬ মার্চ কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের শতবর্ষ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, গণতন্ত্রের এক উজ্জ্বল দিক হলো বাক স্বাধীনতা। ভারতের মতো গণতান্ত্রিক দেশে বাক স্বাধীনতাকে বিশেষ মর্যাদা দেওয়া হয়।
পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস আরও বলেন, কথা বলার অধিকারকে গুরুত্ব দেওয়ার ফলেই ভারতের গণতন্ত্রের ভিত মজবুত হয়েছে। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাক স্বাধীনতার পক্ষে বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস এর বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস আরও বলেন, বাক স্বাধীনতাকে আরও সুদৃঢ় ভাবে প্রতিষ্ঠা করতে সাংবাদিক ও প্রচার মাধ্যমকে সজাগ থাকতে হবে।
এদিন অনুষ্ঠানের শুরুতেই ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এস সাবানায়কন উপস্থিত সকলকে স্বাগত জানানোর পরে রাজ্যপাল সি ভি আনন্দ বোস-কে আইজেএ'র পক্ষ থেকে সম্বর্ধনা জানান। রাজ্যপালের হাতে সম্মাননা পত্র তুলে দেওয়ার পাশাপাশি বিভিন্ন উপহার তুলে দেন সংগঠনের পদাধিকারী। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তরণজিৎ সিং, সমাজসেবী জিগর রমেশ দোসি, কলকাতা প্রেস ক্লাব এর সভাপতি স্নেহাশিস শূর ও সাধারণ সম্পাদক কিংশুক প্রামাণিক। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন আইজেএ'র সাধারণ সম্পাদক শেখর সেনগুপ্ত। শতবর্ষের সূচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন এর সম্পাদক দেবাশিস দাস।
শতবর্ষের উদ্বোধনী অনুষ্ঠানের পরে আইজেএ'র বার্ষিক সাধারণ সভায় উপস্থিত হন পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। তিনি শতবর্ষ প্রাচীন সাংবাদিক সংগঠন আইজেএ-র ভূমিকার প্রশংসা করেন। মন্ত্রী বলেন, 'ইদানিং মিথ্যা সংবাদকে গুরুত্ব দিয়ে প্রচার করা হচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত টিভির পর্দায় একই কথা বারে বারে বলে মানুষকে ভুল পথে চালিত করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সত্য কখনও আড়ালে থাকতে পারে না। রাজ্যের উন্নয়নের চিত্র মানুষের কাছে খুবই স্পষ্ট।' তিনি সাংবাদিকদের আহ্বান জানান সঠিক বার্তাটাই জনগণের সামনে তুলে ধরার জন্য।
এদিন ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন এর সাধারণ সভা থেকে সভাপতি কে ডি পার্থ, সাধারণ সম্পাদক দেবাশিস দাস সহ মোট ২১ জন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।