SCROLL

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Freedom of speech বাক স্বাধীনতাকে সুদৃঢ় করতে সাংবাদিক ও প্রচার মাধ্যমকে সজাগ থাকতে হবে : রাজ্যপাল


 

Freedom of speech 

বাক স্বাধীনতাকে সুদৃঢ় করতে সাংবাদিক ও প্রচার মাধ্যমকে সজাগ থাকতে হবে : রাজ্যপাল



Jagannath Bhoumick, Kolkata
Bengal Times News, 26 March 2023

জগন্নাথ ভৌমিক, কলকাতা : পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (আই জেএ) শতবর্ষ অনুষ্ঠানের সূচনা করলেন। ২৬ মার্চ কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের শতবর্ষ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, গণতন্ত্রের এক উজ্জ্বল দিক হলো বাক স্বাধীনতা। ভারতের মতো গণতান্ত্রিক দেশে বাক স্বাধীনতাকে বিশেষ মর্যাদা দেওয়া হয়। 

 পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস আরও বলেন, কথা বলার অধিকারকে গুরুত্ব দেওয়ার ফলেই ভারতের গণতন্ত্রের ভিত মজবুত হয়েছে। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাক স্বাধীনতার পক্ষে বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস এর বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। 

পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস আরও বলেন, বাক স্বাধীনতাকে আরও সুদৃঢ় ভাবে প্রতিষ্ঠা করতে সাংবাদিক ও প্রচার মাধ্যমকে সজাগ থাকতে হবে।

এদিন অনুষ্ঠানের শুরুতেই ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এস সাবানায়কন উপস্থিত সকলকে স্বাগত জানানোর পরে রাজ্যপাল সি ভি আনন্দ বোস-কে আইজেএ'র পক্ষ থেকে সম্বর্ধনা জানান। রাজ্যপালের হাতে সম্মাননা পত্র তুলে দেওয়ার পাশাপাশি বিভিন্ন উপহার তুলে দেন সংগঠনের পদাধিকারী। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তরণজিৎ সিং, সমাজসেবী জিগর রমেশ দোসি, কলকাতা প্রেস ক্লাব এর সভাপতি স্নেহাশিস শূর ও সাধারণ সম্পাদক কিংশুক প্রামাণিক।‌ অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন আইজেএ'র সাধারণ সম্পাদক শেখর সেনগুপ্ত। শতবর্ষের সূচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন এর সম্পাদক দেবাশিস দাস।

শতবর্ষের উদ্বোধনী অনুষ্ঠানের পরে আইজেএ'র বার্ষিক সাধারণ সভায় উপস্থিত হন পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। তিনি শতবর্ষ প্রাচীন সাংবাদিক সংগঠন আইজেএ-র ভূমিকার প্রশংসা করেন। মন্ত্রী বলেন, 'ইদানিং মিথ্যা সংবাদকে গুরুত্ব দিয়ে প্রচার করা হচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত টিভির পর্দায় একই কথা বারে বারে বলে মানুষকে ভুল পথে চালিত করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সত্য কখনও আড়ালে থাকতে পারে না। রাজ্যের উন্নয়নের চিত্র মানুষের কাছে খুবই স্পষ্ট।' তিনি সাংবাদিকদের আহ্বান জানান সঠিক বার্তাটাই জনগণের সামনে তুলে ধরার জন্য। 

এদিন ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন এর সাধারণ সভা থেকে সভাপতি কে ডি পার্থ, সাধারণ সম্পাদক দেবাশিস দাস সহ মোট ২১ জন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। 

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad