Birthday celebration with street children
ফুটপাতবাসী শিশুদের সঙ্গে জন্মদিন পালন
Bengal Times News, 22 March 2023
অভিরূপ আচার্য, বর্ধমান : যারা অনাহারে বা অর্ধাহারে দিন যাপন করে, সমাজের পিছিয়ে অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা ফুটপাতে বসবাসকারী শিশু সহ অন্যান্যদের নিয়ে একটি জন্মদিন পালন অনুষ্ঠানে আয়োজন করে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর পূর্ব বর্ধমান জেলা বোর্ডের সদস্যরা।
সঞ্জু মণ্ডল এর জন্মদিন উপলক্ষে বুধবার কেক কেটে এবং ১০০ জন শিশু এবং ওই এলাকার মানুষের মুখে পুষ্টিকর খাবার তুলে দিল অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর পূর্ব বর্ধমান জেলা বোর্ডের সদস্যরা। মেনুতে ছিল ভাত, এঁচোড়ের তরকারি, মুরগির মাংস, চাটনি, রসগোল্লা।
বর্ধমান রেলওয়ে স্টেশনের কাছে, ফ্লাইওভারের নিচে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর পূর্ব বর্ধমান জেলা বোর্ডের সভাপতি সেখ হাফিজুল রহমান, সম্পাদক মোহাম্মদ শামীম, সংগঠনের মহিলা সেলের সাধারণ সম্পাদিকা মহুয়া ঠাকুর, রায়না ২ ব্লকের সম্পাদক সুদীপ কোলে প্রমুখ। এছাড়াও হিউম্যান রাইটসের বর্ধমান বোর্ড, রায়না ব্লক , মেমারি ব্লক, গলসি ব্লকের সদস্যরা উপস্থিত ছিলেন।