Poetry by Partha Choudhary
Bengal Times News, 15 March 2023
Bengal Times News, 15 March 2023
Shattering Composition
লে পঞ্চা.....
পার্থ চৌধুরী
ফস্তি নস্তি
জবরদস্তি।
চলছে গোপন
আবডালে।
সভাকবির
ল্যাঙ্গট শুকোয়
শ্যাঁওড়াগাছের
মগডালে।
পাকড়াশিদের
উঠোনজুড়ে
চলছে দেদার
হরির লুট।
লে পঞ্চা
কুড়িয়েই নে
ফস্কাবি তো
গোল্লাছুট।।
ইস্কাবনের
তস্য গোলাম।
আজকে ভীষণ
নামী লোক।
দু চারখানি
হারিয়ে গেলে
মাছের মায়ের পুত্রশোক।
ভূত তাড়াতে
ভূতের রাজা
ডেকে আনেন
ওঝার পুত।
ওঝার বিধান
রোজ সকালে
মধুর সাথে
ঘোড়ার মুত।
দেখে শুনে
বমকে গেছি।
মনের দরজা
বন্ধ খিল।
সামনে আবার
মোছব হবে।
চলো বানাই
ইনস্টা-রিল।।