Higher Secondary Examination
উচ্চ মাধ্যমিক : পরীক্ষা হলে মোবাইল ও ইলেকট্রনিক গেজেট রুখতে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর
Bengal Times News, 13 March 2023
বেঙ্গল টাইমস নিউজ : উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আয়োজিত ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল। লিখিত পরীক্ষা চলবে ২৭ মার্চ পর্যন্ত। সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এরপর প্রতিদিনই দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে একাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা চলাকালীন কোনোভাবেই প্রশ্নপত্র যাতে বাইরে বেরিয়ে না যায় সেজন্য এবছর সংসদ বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই প্রথম রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর আর এফ ডি ব্যবহার করবে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন তো বটেই যেকোনো ইলেকট্রনিক্স গেজেটও চিহ্নিত করা যাবে ওই যন্ত্রের মাধ্যমে। পরীক্ষা ঘরে মোবাইল রুখতে তিন দফা পরীক্ষা করা হবে। মোবাইলসহ ধরা পড়লে ওই পড়ুয়ার রেজিস্ট্রেশনও বাতিল হতে পারে। সে আর কোনোদিনই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না।
পরীক্ষা কেন্দ্রের চৌহদীতে ভেনু সুপারভাইজার, সেন্টার ইনচার্জ এবং অন্য কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না। কোন শিক্ষক বা শিক্ষাকর্মী মোবাইল আনলে ভেনু সুপারভাইজারের ঘরে জমা রাখতে হবে।
এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই বেড়েছে। সারা রাজ্যে এবছর ৮ লক্ষ ৫২ হাজার ছাত্র- ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, এ বছর ২০২১ সালের ভর্তি হওয়া মাধ্যমিকের ব্যাচ। নবম শ্রেণির প্রাপ্ত নম্বর সহ কয়েকটি কারণে শেষ পর্যন্ত ২০২১ সালে মাধ্যমিকে ১০০% পরীক্ষার্থীকে উত্তীর্ণ করে দেওয়া হয়। স্বভাবতই সে বছর বিভিন্ন স্কুলে একাদশ শ্রেণীতে ভর্তির হার ছিল অনেক বেশি । ওই সমস্ত পরীক্ষার্থীরা এবার উচ্চ মাধ্যমিক দিচ্ছে। সেই কারণে সর্বত্রই সংখ্যা বেশি। যা গত বছরের চেয়ে এক লক্ষের মতো বেশি। গত বছর এই পরীক্ষার্থীর সংখ্যা ছিল সাত লক্ষ ৪৫ হাজার। এবছর সারা রাজ্যে ৪২.৫৭ শতাংশ ছাত্র এবং ৫৭.৪৩ শতাংশ ছাত্রী পরীক্ষায় বসতে চলেছে। ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা সারা রাজ্যে বেশি। ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা ১ লক্ষ ২৭ হাজারের মতো বেশি।
প্রশ্নপত্র হবে বাংলা, হিন্দি, ইংরেজি এবং অলচিকি এই চারটে ভাষাতে। গত বছর যেমন প্রশ্নপত্রের একটি পার্টে প্রশ্নপত্রের সঙ্গেই উত্তর লিখে মূল উত্তরের সঙ্গে এ্যাটাচ করতে হচ্ছিল, এবার প্রশ্নপত্রের দুটি পার্ট থাকলেও সব প্রশ্নের উত্তর উত্তরপত্রের মধ্যেই লিখতে হবে।