SCROLL

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Higher Secondary Examination উচ্চ মাধ্যমিক : পরীক্ষা হলে মোবাইল ও ইলেকট্রনিক গেজেট রুখতে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর


 

Higher Secondary Examination 

উচ্চ মাধ্যমিক : পরীক্ষা হলে মোবাইল ও ইলেকট্রনিক গেজেট রুখতে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর 


Bengal Times News, 13 March 2023

বেঙ্গল টাইমস নিউজ : উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আয়োজিত ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল। লিখিত পরীক্ষা চলবে ২৭ মার্চ পর্যন্ত। সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এরপর প্রতিদিনই দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে একাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা চলাকালীন কোনোভাবেই প্রশ্নপত্র যাতে বাইরে বেরিয়ে না যায় সেজন্য এবছর সংসদ বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই প্রথম রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর আর এফ ডি ব্যবহার করবে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন তো বটেই যেকোনো ইলেকট্রনিক্স গেজেটও চিহ্নিত করা যাবে ওই যন্ত্রের মাধ্যমে। পরীক্ষা ঘরে মোবাইল রুখতে তিন দফা পরীক্ষা করা হবে। মোবাইলসহ ধরা পড়লে ওই পড়ুয়ার রেজিস্ট্রেশনও বাতিল হতে পারে। সে আর কোনোদিনই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না।

পরীক্ষা কেন্দ্রের চৌহদীতে ভেনু সুপারভাইজার, সেন্টার ইনচার্জ এবং অন্য কেউ মোবাইল ব্যবহার‌ করতে পারবেন না। কোন শিক্ষক বা শিক্ষাকর্মী মোবাইল আনলে ভেনু সুপারভাইজারের ঘরে জমা রাখতে হবে। 

এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই বেড়েছে। সারা রাজ্যে এবছর ৮ লক্ষ ৫২ হাজার ছাত্র- ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, এ বছর ২০২১ সালের ভর্তি হওয়া মাধ্যমিকের ব্যাচ। নবম শ্রেণির প্রাপ্ত নম্বর সহ কয়েকটি কারণে শেষ পর্যন্ত ২০২১ সালে মাধ্যমিকে ১০০% পরীক্ষার্থীকে উত্তীর্ণ করে দেওয়া হয়। স্বভাবতই সে বছর বিভিন্ন স্কুলে একাদশ শ্রেণীতে ভর্তির হার ছিল অনেক বেশি । ওই সমস্ত পরীক্ষার্থীরা এবার উচ্চ মাধ্যমিক দিচ্ছে। সেই কারণে সর্বত্রই সংখ্যা বেশি। যা গত বছরের চেয়ে এক লক্ষের মতো বেশি। গত বছর এই পরীক্ষার্থীর সংখ্যা ছিল সাত লক্ষ ৪৫ হাজার। এবছর সারা রাজ্যে ৪২.৫৭ শতাংশ ছাত্র এবং ৫৭.৪৩ শতাংশ ছাত্রী পরীক্ষায় বসতে চলেছে। ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা সারা রাজ্যে বেশি। ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা ১ লক্ষ ২৭ হাজারের মতো বেশি।

প্রশ্নপত্র হবে বাংলা, হিন্দি, ইংরেজি এবং অলচিকি এই চারটে ভাষাতে। গত বছর যেমন প্রশ্নপত্রের একটি পার্টে প্রশ্নপত্রের সঙ্গেই উত্তর লিখে মূল উত্তরের সঙ্গে এ্যাটাচ করতে হচ্ছিল, এবার প্রশ্নপত্রের দুটি পার্ট থাকলেও সব প্রশ্নের উত্তর উত্তরপত্রের মধ্যেই লিখতে হবে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad