Dakshin Damodar to Kolkata
দক্ষিণ দামোদর : এবার এক বাসেই সরাসরি কলকাতা
Atanu Hazra
Bengal Times News, 16 March 2023
Bengal Times News, 16 March 2023
অতনু হাজরা, জামালপুর : দক্ষিণ দামোদর এলাকার মানুষের জন্য সুখবর এবার সরাসরি নিজেদের এলাকা থেকে একবার বাসে উঠলেই পৌঁছে যাবেন কলকাতা। এই পরিষেবা চালু করলো দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। বর্ধমান থেকে সগড়াই মোড়, শ্যামসুন্দর, রায়না, জামালপুর, চকদিঘী, দশঘড়া ও গুড়াপ হয়ে যাবে কলকাতা। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার তরফে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় জামালপুরে। সবুজ পতাকা নেড়ে এই বাস পরিষেবার উদ্বোধন হয়।
উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়িকা শম্পা ধাড়া, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মিঠু মাঝি সহ অন্যান্যরা।
কলকাতা এবং দীঘা একই দিনে জোড়া বাস পরিষেবা পেয়ে খুশি জামালপুর, রায়না, শ্যামসুন্দর ও খন্ডঘোষ ব্লকের মানুষজন।