Sain Bari Murder
সাঁইবাড়ি গণহত্যার অতীতকে স্মরণ করে তৃণমূল কংগ্রেসের শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান
Bengal Times News, 17 March 2023
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : ১৯৭১ সালের ১৭ মার্চ নৃশংসতার সাক্ষী হয়েছিল বর্ধমান শহর। প্রকাশ্যে শহরের সাঁইবাড়ির সদস্যদের ঘর থেকে বের করে নৃশংসভাবে খুন করার অভিযোগ ওঠে সিপিএমের বিরুদ্ধে। খুন হয়েছিলেন মলয় সাঁই, প্রণব সাঁই, জিতেন রায়রা। সেদিনের নৃশংস গণহত্যার নিন্দায় মুখর হন ইন্দিরা গান্ধী থেকে শুরু করে সারা দেশের কংগ্রেস নেতৃত্ব।
আজ ১৭ মার্চ শুক্রবার সাঁইবাড়ি গণহত্যার অতীতকে স্মরণ করে শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচি পালন করে তৃণমূল কংগ্রেস। এদিন শহরের নলীনাক্ষ বসু রোডের প্রতাপেশ্বর শিবতলা এলাকায় সাঁই বাড়ির শহীদদের স্মরণানুষ্ঠান হয়। শহীদবেদী ও মলয়, প্রণব, জীতেন -দের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।
এছাড়াও শ্রদ্ধা জ্ঞাপন করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়িকা শম্পা ধাড়া, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, জেলা পরিষদের মেন্টার উজ্জ্বল প্রামানিক, তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল এর জেলা সভাপতি মহঃ আসরাফউদ্দিন, তৃণমূল কংগ্রেসের বর্ধমান শহর সভাপতি তন্ময় সিংহ রায়, স্থানীয় কাউন্সিলর উমা সাঁই সহ কাউন্সিলর রত্না রায়, ডাঃ ইন্তেখাব আলম, স্বীকৃতি হাজরা সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের আত্মীয় পরিজনরা।
রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, 'সিপিএমের হার্মাদ বাহিনীর নৃশংসতার নজির হচ্ছে সাঁইবাড়ি গণহত্যা। গোটা দেশের নিরিখে এতবড় নৃশংস রাজনৈতিক গণহত্যার নজির খুব কম আছে। খুন করে নিহতদের রক্ত দিয়ে ভাত মাখা হয়েছিল।' বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের তরফে প্রতি বছরের মত এবারও সাঁইবাড়ি গণহত্যার শহিদদের স্মরণ ও যথাযত ভাবে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।
পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের পক্ষ থেকেও দলীয় কার্যালয়ের সামনে এদিন সাঁইবাড়ি গণহত্যার অতীতকে স্মরণ করে শহীদবেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা কাশীনাথ গাঙ্গুলী, সুজিত চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ।