Eastern Railway
বর্ধমান স্টেশনে মিউজিয়াম, মেমারি-মন্তেশ্বর-পূর্বস্থলি প্রস্তাবিত রেলপথ নিয়ে উদ্যোগী সাংসদ এস এস আলুওয়ালিয়া
সাংসদ এস এস আলুওয়ালিয়া'র বক্তব্য শুনতে ক্লিক করুনBengal Times News, 18 March 2023
জগন্নাথ ভৌমিক, পূর্ব বর্ধমান : বর্ধমান স্টেশনে নতুন এস্কালেটর এবং ভিডিও ওয়াল-এর উদ্বোধন করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ এস. এস. আলুওয়ালিয়া। ১৮ মার্চ বর্ধমান স্টেশনের ৮ নম্বর প্লাটফর্মে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংসদ এস এস আলুওয়ালিয়া ছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব রেলওয়ে হাওড়া ডিভিশনের ডি আর এম মনীষ জৈন সহ রেলের অন্যান্য আধিকারিকরা। এদিন সাংসদ এস আলুওয়ালিয়া-কে স্বাগত জানাতে বর্ধমান স্টেশনে উপস্থিত হয়েছিলেন বিজেপি 'র পূর্ব বর্ধমান সদর জেলার সভাপতি অভিজিৎ তা, সহ সভাপতি শ্যামল রায়, ডাঃ এস আর ব্যানার্জী, বিশ্বজিৎ সেন সহ অন্যান্যরা।
উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ এস আলুওয়ালিয়া বলেন, সাধারণ মানুষের সুবিধার্থে রেল দপ্তর প্রতিদিনই নিত্যনতুন পরিষেবা চালু করছে। বর্ধমান স্টেশনে এখন ৮ টি এস্কালেটর এবং ১ টি লিফট জনসাধারণের জন্য চালু করা হয়েছে। বর্ধমান স্টেশনকে সাজিয়ে তোলার ক্ষেত্রে সাংসদ একটি মিউজিয়াম করার প্রস্তাব দেন। তিনি বলেন, স্বাধীনতার আগে স্বয়ং গান্ধীজী সহ বহু বিপ্লবীর পদধূলি পড়েছে বর্ধমান স্টেশনে। তাঁরা বর্ধমান থেকে ট্রেনে চড়েছেন। সেই সব ইতিহাস তুলে ধরা প্রয়োজন।
সাংসদ এস এস আলুওয়ালিয়া বলেন, বর্ধমান স্টেশনে বন্ধ হয়ে যাওয়া ক্যান্টিন শীঘ্রই চালু হবে। সাংসদ এস এস আলুওয়ালিয়া রেল হকারদের জন্যও অত্যন্ত সহমর্মি। তিনি বলেন, ওদের পুনর্বাসনের জন্য রেলের জায়গাতেই একটা মার্কেট তৈরি করে দিলে ভালো হয়। এবিষয়ে তিনি রেল কর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন।
সাংসদ আরও একটি বিষয় রেল মন্ত্রকের নজরে আনতে চান। তিনি বলেন, মেমারি থেকে মন্তেশ্বর হয়ে পূর্বস্থলি পর্যন্ত নতুন রেলপথের প্রকল্পটি বাস্তবায়নের প্রসঙ্গ উত্থাপন করেন। এই রেল পথ তৈরি হলে বিস্তীর্ণ এলাকার চাষীরা উপকৃত হবেন।
এদিনের অনুষ্ঠানে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এবং বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক কে আমন্ত্রণ জানানো এবং আমন্ত্রণ পত্রে নাম ছাপা হলেও তাঁরা অনুপস্থিত থাকায় সাংসদ এস এস আলুওয়ালিয়া তাঁর বক্তব্যে কটাক্ষ করেন।