Paharganj Halt
তিন দিনের জন্য স্টেশনের নাম বদল, কিন্তু কেন ? জানতে হলে ক্লিক করুন
Bengal Times News, 29 March 2023
জগন্নাথ ভৌমিক, পূর্ব বর্ধমান : হঠাৎ স্টেশনের নাম বদলে যাওয়ায় শোরগোল পড়ে গিয়েছে। পূর্ব বর্ধমান জেলায় বর্ধমান রামপুরহাট শাখার ঘটনা। যদিও বিষয়টি সম্পর্কে রেলের অফিসিয়াল সাইটে কোন তথ্য বা নির্দেশিকা নেই। তাহলে হঠাৎ করে রাতারাতি একটা স্টেশনের নাম বদলে গেল কিভাবে ? এই নিয়েই চারিদিকে আলোড়ন ছড়িয়ে পড়েছে। ট্রেন থেকে স্টেশনে নামতে গিয়ে অনেকেই ধন্ধে পড়ে যান। অনেকে আবার ট্রেন থেকে নেমে হতভম্ব হয়ে যান। সবই পরিচিত, অথচ স্টেশনের নামটা বদলে গেল কবে ? না, কোনও গল্প কথা নয়। একেবারে সত্যি ঘটনা। বর্ধমান রামপুরহাট রেল শাখার বনপাস স্টেশনের নাম রাতারাতি পরিবর্তিত হয়েছে। নতুন নাম হয়েছে পাহাড়গঞ্জ হল্ট। রেলের নিয়ম অনুযায়ী একদম উপরে লেখা আছে বাংলায়। মাঝে হিন্দি আর নীচে ইংরেজিতে লেখা পাহাড়গঞ্জ হল্ট। সত্যতা যাচাই করতে গিয়ে জানা যায়, তিনদিনের জন্য নাম বদল হয়েছে। ২৮ মার্চ থেকে ৩০ মার্চ এই তিনদিনের জন্য বনপাস স্টেশনে সিনেমার শুটিং শুরু হয়েছে। একটি বাংলা সিনেমা। ছবির নাম ‘পাহাড়গঞ্জ হল্ট’। পরিচালক পৃথা চক্রবর্তী। সুন্দর একটি প্রেমের গল্প নিয়ে এই ছবি তৈরি হবে। পৃথার এই নতুন ছবিতে জুটি বেঁধেছেন ঋত্বিক চক্রবর্তী এবং পাওলি দাম। ঋত্বিক, পাওলি ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, সোহাগ সেনের মতো অভিনেতা অভিনেত্রীরা।
রেলের অনুমতি নিয়েই তিনদিনের জন্য পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের বনপাস স্টেশনে সেট সাজিয়েছেন পরিচালক। কিন্তু গোল বেঁধেছে অন্য জায়গায়। স্থানীয় বাসিন্দারা বেজায় ক্ষুব্ধ। তাঁরা চটেছেন রেলের উপর। বনপাস স্টেশন সংলগ্ন বিল্বগ্রামের বাসিন্দা অসিত ভট্টাচার্য্য বলেন, গোটা ঘটনায় এটা পরিস্কার রেলের জনসংযোগ আধিকারিকের উদাসীনতা। কোন এক সিনেমার শুটিং চলায় কয়েকদিনের জন্য বনপাস স্টেশনের নাম রাতারাতি পাল্টে গিয়ে হল "পাহাড়গঞ্জ হল্ট স্টেশন।" খুব ভালো কথা। কিন্তু দুর্ভাগ্য, এ বিষয়ে রেল কর্তৃপক্ষের বা দায়িত্বশীল জনসংযোগ আধিকারিকের পক্ষ থেকে জনগণের কাছে আগাম কোন প্রচার বা নির্দেশিকা কেন দেওয়া হল না।
এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জানিয়েছেন, তিন দিন ওখানে শুটিং হবে। তবে সমস্যা হলে বিষয়টি দেখছি।