Pathashri-Rastashri
পথশ্রী- রাস্তাশ্রী প্রকল্পে রাজ্যে ১২ হাজার কিমি সড়ক পথ নির্মাণের সূচনা করলেন মুখ্যমন্ত্রী
Singur & Jamalpur
Bengal Times News, 28 March 2023
অতনু হাজরা ও অভিরূপ আচার্য : সারা রাজ্যে প্রায় ১২০০০ কিমি সড়ক পথের উদ্বোধন করে পশ্চিমবঙ্গে এক অনন্য নজির গড়লেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সিঙ্গুরের রতনপুরে মুখ্যমন্ত্রী পথশ্রী - রাস্তাশ্রী প্রকল্পের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, সিঙ্গুরের ভূমিপুত্র তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না সহ অন্যান্যরা।
একই সঙ্গে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকে আনুষ্ঠানিক ভাবে পথশ্রী- রাস্তাশ্রী প্রকল্পের উদ্বোধন হয়। জেলার জামালপুর ব্লকে প্রায় ৮৬.৪ কিমি রাস্তা উদ্বোধন করেন তিনি।
জামালপুরে মোট ২৯ টি রাস্তার উদ্বোধন হয়। যার আনুমানিক খরচ ২৫.৫ কোটি টাকা। জমালপুরের প্রতিটি অঞ্চলেই এই প্রকল্পে রাস্তা তৈরি হবে। এই উপলক্ষ্যে প্রতিটি অঞ্চলে একটি করে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিটি জায়গাতেই সরকারি দায়িত্তপ্রাপ্ত আধিকারিকরা যেমন ছিলেন তেমনি ছিলেন জন প্রতিনিধিরা।
ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি ভুতনাথ মালিক, বিডিও শুভঙ্কর মজুমদার, জেলা অফিসার ইন চার্জ জেনারেল সমর দত্ত, জয়েন্ট ভিডিও গৌতম কুমার দত্ত সহ প্রধান, উপ প্রধান, বিভিন্ন অঞ্চল সভাপতি, পঞ্চায়েত সমিতির ও পঞ্চায়েতের সদস্য সদস্যারা। বিডিও শুভঙ্কর মজুমদার রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তাঁর ব্লক কে এতবড় একটি উপহার দেওয়ার জন্য। এই রাস্তা গুলো তৈরি হয়ে গেলে সাধারণ মানুষের অনেক উপকার হবে বলে তিনি জানান।
অলক বাবু বলেন রাজ্যে আজ এক বিপ্লব হয়ে গেল। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও রাজ্যের কোষাগার থেকে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর জন্য আজ এতবড় একটা কাজ করলেন। তাঁর বিধানসভাতেও এতটা রাস্তা দেবার জন্য তিনি মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানান। মেহেমুদ খান বলেন এতবড় উপহার জামালপুরকে এর আগে কেউ কোনো দিন দেয়নি। দীর্ঘদিন ধরে যে রাস্তার কাজ হয়নি সেগুলো এবার সব কাজ হয়ে যাবে। সাধারণ মানুষ এতে খুবই উপকৃত হবে। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রণাম ও কৃতজ্ঞতা জানান। এদিকে জামালপুর ব্লকে ৮৬.৪ কিমি রাস্তা হওয়ার জন্য এলাকার মানুষ খুব খুশি। যা তৃণমূলকে আগামী পঞ্চায়েত নির্বাচনে যথেষ্ট অক্সিজেন যোগাবে বলে মনে করছেন সকলেই।