Cremation Kalimata Mela
মহিন্দরে শ্মশান কালীর মেলায় সাবেকি আনার সাথে আধুনিকতার মেল বন্ধন
Bengal Times News, 31 March 2023
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের একটি শ্রেষ্ঠ পুজো মহিন্দরের শ্মশান কালী পুজো। শুধু ব্লক নয়, জেলা এবং জেলা ছাড়িয়ে রাজ্যেও এতবড় মেলা হয় কিনা সন্দেহ। প্রতি বছর চৈত্র মাসের ১৬ তারিখ হয় এই মেলা। মেলা পরিচালনার দায়িত্বে থাকে শীতলপুর মহিন্দর যুব সংঘ। পুজো কে কেন্দ্র করে সপ্তাহ খানেক আগে থেকেই বসে যায় মেলা।
এমন কোনো জিনিস নেই, যেটা এই মেলায় পাওয়া যাবে না। আলোর রোশনাইয়ে ভরে উঠেছে। পুজোর দিন লক্ষাধিক ভক্তসমাগম হয়। নিশ্ছিদ্র পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পুরো এলাকা। জামালপুর থানার নেতৃত্বে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। সাধারণ মানুষের নিরাপত্তায় পুরো মেলা এলাকা সি সি টি ভি ক্যামেরা লাগানো হয়েছে। লাগানো হয়েছে বড় জায়ান্ট স্ক্রীন। বড় নহবত গেট যেখানে সানাই বাজছে। সাবেকিয়ানার সাথে আধুনিকতার এক মেলবন্ধন দেখা যায় এই মেলায়।
এখানকার মা কালি ভীষণ জাগ্রত। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন পুজো দিতে। জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পক্ষ থেকে রয়েছে মেডিক্যাল ক্যাম্প। আজ সেই মেলা পরিদর্শনে যান বিধায়ক অলক কুমার মাঝি ও তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান। এই মেলাতে পাড়াতল-১ পঞ্চায়েতের পক্ষ থেকে খোলা হয়েছিল জলসত্ৰ।
সেখান থেকে মেলায় আগত দর্শনার্থীদের একটি করে গোলাপ ফুল ও জল বাতাসা দেওয়া হয়। নিজেদের হাতে তা তুলে দেন বিধায়ক অলক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত প্রধান উত্তম হাজারী, উপ প্রধান শ্রীদীপ ঘোষ, এক্সিকিউটিভ শংকর চক্রবর্তী সহ অন্যান্যরা। মেলার সকল ব্যবস্থাপনা অত্যন্ত ভালো। তাই এতবড় পুজো বা মেলাতে কখনো কোনো অনভিপ্রেত ঘটনা ঘটেনা। নিরাপত্তার বিষয়টি নিজে দেখেন জামালপুর থানার ওসি ইনস্পেকটার রাকেশ সিং।