Mental health and Cyber Crime
'মানসিক স্বাস্থ্য ও সাইবার ক্রাইম' বিষয়ে কর্মশালা
Bengal Times News, 4 February 2023
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : নেহরু যুব কেন্দ্রের বর্ধমান শাখার উদ্যোগে ও বর্ধমান সহযোদ্ধা এবং এনএসএস-এর বর্ধমান রাজ কলেজ শাখার সহযোগিতায় শনিবার বর্ধমান রাজ কলেজের অডিটোরিয়ামে 'মানসিক স্বাস্থ্য ও সাইবার ক্রাইম' বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
বর্তমান সময়ে অধিকাংশ মানুষই মানসিক স্বাস্থ্য সমস্যায় অল্প বিস্তর ভুগছেন। এরই পাশাপাশি সাইবার ক্রাইমের ফাঁদে পড়ে বহু মানুষ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন। এই পরিস্থিতিতে সমাজে সচেতনতা বৃদ্ধি করতে উদ্যোগী হয়েছে নেহরু যুব কেন্দ্রের বর্ধমান জেলার যুব আধিকারিক উত্তরা বিশ্বাস। মূলত তাঁরই ভাবনায় এই কর্মশালা আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সহযোদ্ধা এবং এন এস এস এর রাজ কলেজ শাখা।
'মানসিক স্বাস্থ্য' বিষয়ে সুস্পষ্ট ভাবে আলোকপাত করেন ডাঃ সৌমিক ঘোষ। তিনি সমস্যাগুলো উত্থাপনের সঙ্গে সমাধান প্রসঙ্গেও বলেন। এছাড়া মানসিক স্বাস্থ্য বিষয়ে বলেন, ডঃ সৌরবধি ভট্টাচার্য।
'সাইবার ক্রাইম' বিষয়ে পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে বলেন, বর্ধমান মহিলা থানার আইসি বনানী রায়। কিভাবে সচেতনতা অবলম্বন করে চলতে হবে সেই বিষয়গুলো তুলে ধরেন। জেলা পুলিশের সাইবার ক্রাইম শাখার প্রশান্ত দে এবং করিম মল্লিক স্ক্রীন ডেমোনস্ট্রশন দিয়ে সামগ্রিক বিষয় উপস্থাপনার সঙ্গে সচেতনতার বার্তা দেন।
কর্মশালার শেষ আলোচক হিসেবে বর্ধমান সহযোদ্ধা'র সভাপতি ঋষিগোপাল মন্ডল মানসিক স্বাস্থ্য ও সাইবার ক্রাইম দুটো আলাদা বিষয়ের সমন্বয় সাধনে কিভাবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন অন্যান্য আলোচকদের প্রসঙ্গ টেনে উত্তরণের দিশা দেন।
শনিবার কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান নেহরু যুব কেন্দ্রের জেলা যুব আধিকারিক উত্তরা বিশ্বাস, বর্ধমান মহিলা থানার আইসি বনানী রায়, বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষ ডঃ নিরঞ্জন মন্ডল, কলেজ পরিচালন কমিটির সভাপতি স্বপন কুমার পান, নেহরু যুব কেন্দ্রের প্রোগ্রাম অফিসার সুজন ঠাকুর, বর্ধমান সহযোদ্ধার সহ-সভাপতি ফাল্গুনী দাস রজক সহ কর্মশালার আলোচকবৃন্দ।
এছাড়াও এদিনের কর্মশালা সফল করে তুলতে উল্লেখযোগ্য ভূমিকায় ছিলেন রাজ কলেজের এন এস এস বিভাগের অধ্যাপক ডঃ ওম শঙ্কর দুবে, বর্ধমান সহযোদ্ধার সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা।