An example of harmony
ধর্মীয় সংকীর্ণতার উর্দ্ধে উঠে পুজোর ডালি মাথায় নিলেন তৃণমূলের ব্লক সভাপতি অপার্থিব ইসলাম
ইমতিয়াজ আলি, খণ্ডঘোষ : নিজে ইসলাম ধর্মের কঠোর অনুসারী হলেও ধর্মীয় সংকীর্ণতা যে তাঁকে গ্রাস করেনি তা বারে বারে দেখা গেছে। তৃণমূল কংগ্রেসের খণ্ডঘোষ ব্লক সভাপতি অপার্থিব ইসলাম। সকলের কাছে ফাগুন নামেই সম্যক পরিচিত। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে জনসংযোগ কর্মসূচি নিয়ে চলছে জোরদার প্রচার। সাম্প্রতিক দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে প্রচার চালাতে গিয়ে দেখা যায় ব্লক সভাপতি অপার্থিব ইসলাম পূর্ণ ধর্মীয় রীতি মেনে পুজোর ডালি মাথায় নিয়ে দেবাদিদেব মহাদেবের পুজোতে অংশ নেন।
যে ছবি মুহূর্তে সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে মানুষের মনে গেঁথে যায়। তাঁর সঙ্গেই সামিল খন্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ সহ কয়েকশো উভয় ধর্মের মানুষ। তাঁর কথায় সাম্প্রদায়িক শক্তি যতই ধর্মীয় ভেদাভেদ তৈরির চেষ্টা করুক আমরা তা রুখে দাঁড়াবোই। খণ্ডঘোষ ব্লকের সম্প্রীতি রক্ষা করতে তিনি বদ্ধপরিকর। এমনটাই তিনি জানালেন। সরাকরি প্রকল্পের সঠিক বাস্তবায়ন ও সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন কিনা তা দেখতে গ্রামে গ্রামে ঘুরছেন জনপ্রতিনিধিরা। দলীয় কর্মীদের ঘরেই রাত্রিবাস করে মানুষের সঙ্গে মিলিত হচ্ছেন তারা। অভাব অভিযোগ শুনে তা লিপিবদ্ধ করে দ্রুত সমাধানের চেষ্টা করতেও দেখা যাচ্ছে। জনপ্রতিনিধিদের কাছে পেয়ে সাধারণ মানুষও যেমন উপকৃত হচ্ছেন, তেমনি জনসাধারণের মতামত জানতে পারছেন দলীয় নেতৃত্ব।