Khadi Village Industries Fair
ভারতের গর্ব খাদি গ্রামীণ শিল্প মহোৎসব শুরু হয়েছে বর্ধমানে
Bengal Times News, 10 March 2023
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : খাদি গ্রামীণ শিল্প মহোৎসব ২০২৩ শুরু হয়েছে বর্ধমান শহরের শাঁখারী পুকুর উৎসব ময়দানে। ১০ মার্চ প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন ভারত সরকারের ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ মন্ত্রনালয়ের অধীনস্থ খাদি গ্রামীণ শিল্প কমিশনের ডিরেক্টর ডঃ ভি শিবকুমার, ডেপুটি সিইও এস এস শীল, পশ্চিমবঙ্গ খাদি এবং গ্রামীণ শিল্প পর্ষদের চেয়ারম্যান কল্লোল খান, পর্ষদের চিফ এক্সিকিউটিভ অফিসার নিমাই চন্দ্র হালদার, জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার অভিজিৎ কর, পশ্চিমবঙ্গ খাদি এবং গ্রামীণ শিল্প পর্ষদের সদস্য তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামানিক সহ পর্যদের সদস্য এস হোসেন, ডাঃ এস আর ব্যানার্জী প্রমুখ।
ভারত সরকারের ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ মন্ত্রনালয়ের অধীনস্থ খাদি গ্রামীণ শিল্প কমিশনের সহযোগিতায় পশ্চিমবঙ্গের খাদি বোর্ড এই বিপণন উৎসবের আয়োজন করেছে। ১০ মার্চ উৎসবের উদ্বোধনের প্রাক্কালে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বিপণন স্টলগুলো পরিদর্শন করেন।
ভারত সরকারের ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ মন্ত্রনালয়ের অধীনস্থ খাদি গ্রামীণ শিল্প কমিশনের ডিরেক্টর ডঃ ভি শিবকুমার জানান, রাজ্য খাদি ও প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রামে এই মেলার আয়োজন করা হয়েছে। দপ্তরের আধিকারিক মানবেন্দ্র কর্মকার জানান, পশ্চিমবঙ্গে ৩৮৪ টি খাদি সমবায় আছে। তবে এই মেলায় সমবায় গুলো থেকে ৫০ টি স্টল হয়েছে। এছাড়া খাদি শিল্পের সঙ্গে যুক্ত অন্যান্য আরও স্টল সহ প্রায় ১০০ টি স্টল হয়েছে এই খাদি গ্রামীণ শিল্প মহোৎসবে। আগামী ১৮ মার্চ পর্যন্ত এই বিপণন উৎসব চলবে।
পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর তথা খাদি বোর্ডের সদস্য উজ্জ্বল প্রামানিক বলেন, খাদি ভারতের গর্ব। খাদির কথা বললেই আমাদের মনে এক রকম শিহড়ন জেগে ওঠে। যার কথা বারবার মনে পড়ে তিনি হলেন আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী। এই খাদির সঙ্গেই ওতপ্রোতভাবে ভাবে জড়িয়ে রয়েছে ভারতের স্বীধনতা আন্দোলনের ইতিহাস। সেই খাদি মেলা বর্ধমান শহরে শুরু হয়েছে, বর্ধমানবাসী হিসেবে গর্ব অনুভব করছি। এই মেলার সঙ্গে কিছু খেটে খাওয়া মানুষের রোজগার জড়িত আছে। এই মানুষগুলোর উদ্দেশ্যেই এই মেলা করা হয়েছে। সব চেয়ে বড় বিষয় হলো খাদি সামগ্রীর বিপুল সম্ভার এই মেলায় প্রর্দশিত হচ্ছে। তাই সকলকে আহ্বান করছি মেলা প্রাঙ্গণে আসুন, বাংলার খাদির বৈচিত্র্য দেখুন। এবং কেনাকাটা করুন।
পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের সভাপতি কল্লোল খাঁ জানান, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় কয়েকশো শিল্পী তাদের পসরা নিয়ে হাজির হয়েছে এই মেলা প্রাঙ্গনে। আশা করছি এই মেলা থেকে তাঁরা লাভের মুখ দেখবেন।
উদ্বোধনের দিনেই আদিবাসীদের ধামসা মাদলের তালে এবং মহিলাদের নৃত্যের ছন্দে মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।