Fire incident
আসানসোল রেলপাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড
Bengal Times News, 8 March 2023
বেঙ্গল টাইমস নিউজ : পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে রেলপাড় এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। যার জেরে এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়। আসানসোল উত্তর থানার অন্তর্গত ওকে রোড সিমুলিয়া তলা এলাকায় একটি ভাঙাচোরা মালপত্রের গুদামে আগুন লাগে। আগুনের লেলিহান শিখায় মুহূর্তে ভয়ঙ্কর রূপ ধারণ করে। ধীরে ধীরে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকে পুলিশ সাধারণ মানুষকে সরিয়ে দেয়। খবর পেয়ে দমকলের ৩ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। ঘটনাস্থলে কৌতুহলী মানুষের ভিড় বাড়ে।
ঘটনাস্থলে আসেন আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেপুটি মেয়র ওয়াসিম-উল-হক। তিনি বলেন, স্থানীয় মানুষ ও পুলিশ এবং ফায়ার ব্রিগেডের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা চলছে।