World Cricket Star Sanat Joysurya
বিশ্ব ক্রিকেটের প্রাক্তন তারকা সনৎ জয়সূর্য-কে এক পলক দেখতে বাঁধভাঙা উচ্ছ্বাস দুর্গাপুরে
Bengal Times News, 16 February 2023
জগন্নাথ ভৌমিক, দুর্গাপুর : বিশ্ব ক্রিকেটকেই পাল্টে দিয়েছিল যাঁর ব্যাটিং, সেই শ্রীলঙ্কান ক্রিকেটের প্রাক্তন তারকা ক্রিকেটার সনৎ জয় সূর্য দুর্গাপুরে ক্রীড়াপ্রেমীদের মাতিয়ে গেলেন। দুর্গাপুর ক্রিকেট বিগ ব্যাস টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্বজয়ী শ্রীলঙ্কার জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় সনৎ জয়সূর্য। ১৬ ফেব্রুয়ারি দুর্গাপুরে সিটি সেন্টারের ভগৎ সিং স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনাল খেলা চলাকালীন মাঠে প্রবেশ করেন ক্রিকেট তারকা সনৎ জয়সূর্য।
করতালির জোয়ারে এবং বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে গোটা স্টেডিয়াম। বিশ্ব ক্রিকেটের তারকাকে এক পলক দেখতে ভিড় উপচে পড়ে। এদিন দুর্গাপুর ক্লাব সমন্বয় কমিটির সভাপতি সন্দীপ দে সনৎ জয়সূর্য-কে উত্তরীয় পরিয়ে এবং স্মারক তুলে দিয়ে সম্মাননা জানান।
উল্লেখ্য দুর্গাপুরে ৪ দিন ব্যাপী জাতীয় স্তরের ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করে দুর্গাপুর ক্লাব সমন্বয়। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে থেকে মোট ১৬টি দল টুর্ণামেন্টে অংশগ্রহন করে। ১২ ফেব্রুয়ারি টুর্ণামেন্টের উদ্বোধন হয়। আজ ছিল চূড়ান্ত পর্যায়ের খেলা। বিজয়ী দলকে ১০ লক্ষ টাকা এবং বিজিত দলকে ৫ লক্ষ টাকা নগদ পুরস্কার প্রদান করা হয়। উদ্যোক্তাদের মধ্যে দেবব্রত সাঁই, প্রণব রায়, রাজা, দীপঙ্কর লাহা'রা জানান, ভবিষ্যতে তাঁরা আরো উল্লেখ যোগ্য পদক্ষেপ নেবেন ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে।