State Handicrafts Fair
রাজ্য হস্তশিল্প, তাঁত শিল্প ও খাদি মেলা শুরু বর্ধমানে
Bengal Times News, 17 February 2023
বেঙ্গল টাইমস নিউজ : হস্তশিল্প বাংলার গৌরব। এই বিষয়টিকে সামনে রেখে বর্ধমানের উৎসব ময়দানে আজ থেকে শুরু হয়েছে রাজ্য হস্তশিল্প, তাঁত শিল্প ও খাদি মেলা। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার অনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়িকা শম্পা ধাড়া, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন কাকলি তা গুপ্ত, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, পশ্চিমবঙ্গ খাদি এবং গ্রামোদ্যোগ পর্ষদের চিফ এক্সিকিউটিভ অফিসার নিমাই চন্দ্র হালদার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, মেহেবুব মন্ডল, মিঠু মাঝি, জহর বাগদী, মহঃ ইসমাইল, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শংকর মন্ডল সহ বর্ধমান পৌরসভার কাউন্সিলর রাসবিহারী হালদার, সনৎ বক্সী, প্রদীপ রহমান, রত্না রায়, মিঠু সিংহ, পামেলা চ্যাটার্জী, উমা সাঁই প্রমুখ।
রাজ্য হস্তশিল্প মেলার উদ্বোধনে এসে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে মা মাটি মানুষের সরকার হস্তশিল্পী সহ সব ধরনের শিল্পীদের স্বীকৃতি দিয়েছে। তাঁরা রুটি রুজির পথ খুঁজে পেয়েছেন।
মন্ত্রী স্বপন দেবনাথ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, হস্তশিল্পীদের তৈরি জিনিসপত্র বিক্রির ব্যবস্থা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এর সরকার। শিল্পীরা বাংলার যে প্রান্ত থেকেই মেলায় আসুন না কেন সকলকে আসা যাওয়া এবং খাবারের খরচ দেবে সরকার।
পূর্ব বর্ধমান জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার অভিজিৎ কর জানান, এবারের মেলায় বিভিন্ন জেলার মোট ৩০ টি হস্তশিল্প সামগ্রীর স্টল হয়েছে। এছাড়া মেলা প্রাঙ্গণেও অনেক শিল্পী তাদের শিল্প সামগ্রী বিপনণের জন্য সাজিয়ে বসেছেন। আগামী ৩ মার্চ পর্যন্ত মেলা চলবে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি আগত অতিথি ও অন্যান্য সকলকে ধন্যবাদ জানান।