J P Nadda at the public relations meeting
বাংলার মুখ্যমন্ত্রী'র নাম না করে তীর্যক ভাষায় কটাক্ষ করলেন বিজেপি 'র সর্বভারতীয় সভাপতি
Bengal Times News, 12 February 2023
বেঙ্গল টাইমস নিউজ : 'কয়লা পাচার, গরু পাচার, কোষাগার ফাঁকা, খুঁজে দেখো টালির চালে লুকিয়ে জনতার টাকা'। ১২ ফেব্রুয়ারি নাম না করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে এভাবেই তীর্যক ভাষায় আক্রমণ শানালেন বিজেপি'র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এদিন তিনি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলি থানা মাঠে জনসম্পর্ক সভায় বক্তৃতা দিতে গিয়ে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় কটাক্ষ করেন। সামনেই পঞ্চায়েত ভোট তার আগে জে পি নাড্ডার এই জনসভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
এদিনের জনসম্পর্ক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জী, কাটোয়া সংগঠনিক জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমান সদর জেলা সভাপতি অভিজিৎ তা সহ বিশিষ্টজনেরা।