Trade Fair
বর্ধমান শহরে প্রথম অনুষ্ঠিত হতে চলেছে বানিজ্য মেলা
Bengal Times News, 3 February 2023
বেঙ্গল টাইমস নিউজ : বর্ধমান শহরে প্রথম অনুষ্ঠিত হচ্ছে বাণিজ্য মেলা (ট্রেড ফেয়ার)। মেলার আয়োজক বর্ধমান ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন। ৫ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি বর্ধমান টাউন হল প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে বাণিজ্য মেলা। ৫ ফেব্রুয়ারি বিকেল ৫ টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ও বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার। বাণিজ্য মেলার সামগ্রিক প্রসঙ্গে বর্ধমান ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন শুক্রবার টাউন হল প্রাঙ্গনের মঞ্চে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। উপস্থিত ছিলেন বর্ধমান ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন এর সভাপতি রবীন্দ্রনাথ মন্ডল, সাধারণ সম্পাদক সেখ রবিয়াল, কোষাধ্যক্ষ সন্দীপ সামন্ত, মেলা কমিটির সম্পাদক সৌরভ চৌধুরী, সভাপতি সৌমজিৎ দে, কোষাধ্যক্ষ সঞ্জয় রায়, সংগঠনের সহ সম্পাদক শুভেন্দু মুখার্জী সহ বাপি হালদার, তাপস , সুজান সাহা প্রমুখ।
সাংবাদিক সম্মেলনে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সেখ রবিয়াল জানান, এই মেলার প্রধান উদ্দেশ্য বেকার যুবক-যুবতী এবং ব্যবসায়ীদের একত্রিত করা একই ছাদের তলায়। নতুন প্রজন্মকে ব্যবসায়ে উৎসাহ দেওয়ার একটা প্রয়াস। যাতে করে আগামী দিনে বেকার যুবক-যুবতীরা ব্যবসায়ে নিযুক্ত হয়ে ঐতিহাসিক বর্ধমান শহরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাছাড়া ডিস্ট্রিবিউটরস এ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকে বানিজ্য মেলা আয়োজনে বেচা কেনার ক্ষেত্রে স্থানীয় পরিবেশক বা ডিস্ট্রিবিউটারদের সঙ্গে একটা সমন্বয় গড়ে উঠবে। অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে এটা সম্ভব নয়। তিনি বর্ধমানবাসীকে আহ্বান জানান সকলে বানিজ্য মেলায় আসুন। সরাসরি দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসপত্র দেখুন, দরকার থাকলে কিনুন, সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করুন। পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিন। মেলায় কোনরকম প্রবেশ মূল্য নেই। প্রতিদিন সন্ধ্যায় থাকছে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান
সাংস্কৃতিক অনুষ্ঠান সূচি --
৫ই ফেব্রুয়ারী, ২০২৩ (রবিবার)
বিকাল ৫-৭টা : উদ্বোধনী অনুষ্ঠান
সন্ধ্যা ৭-১০টা : ডান্স ড্রামা (চন্ডালিকা) প্রধান চরিত্রে - সঞ্চিতা মুন্সী ও রাজা মুন্সী (কোলকাতা দূরদর্শনখ্যাত)
মহুল (বাংলা ব্যান্ড)
৬ই ফেব্রুয়ারী, ২০২৩ (সোমবার)
বিকাল ৬ - ৮টা ঃ সৃজনী ডান্স গ্রুপ সন্ধ্যা ৮-১০টা ঃ জয় ঠাকুর ও সম্প্রদায়
(কোলকাতা দূরদর্শন ই-টিভি ও জি-বাংলা খ্যাত)
৭ই ফেব্রুয়ারী, ২০২৩ (মঙ্গলবার)
বিকাল ৬-৭টা : যোগম (যোগা ডান্স) (বর্ধমান গ্রুপ)
সন্ধ্যা ৭-১০টা : রঙ্গরসে রসেবসে
রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতি হিমাংশু চক্রবর্ত্তী ও জগন্নাথ সুর (মিরাক্কেল খ্যাত) কথাবলা পুতুল, জ্যাকলিন সুশান্ত, ফায়ার ডান্স, মুখাভিনয়
৮ই ফেব্রুয়ারী, ২০২৩ (বুধবার) বৈকাল ৬-১০টা : আলিবাবা চল্লিশ চোর নাটক
(সুশান্ত-ইন্দিরা যুগলবন্দী)
৯ই ফেব্রুয়ারী, ২০২৩ (বৃহস্পতিবার) বৈকাল ৬-১০টা ঃ ম্যাজিক দীপক, ফ্যাশান শো, কথাবলা পাখি (দীপঙ্কর মিত্র ও মিস সাথী- দূরদর্শনখ্যাত )
১০ই ফেব্রুয়ারী, ২০২৩ (শুক্রবার) বৈকাল ৬-১০টা ঃ স্যাক্সন (বিভাস মল্লিক)
মেলডি অর্ক্সেটা