Cancer treatment
দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের চিকিৎসা এখন বর্ধমানেই
জগন্নাথ ভৌমিক, বেঙ্গল টাইমস নিউজ : বিশ্ব ক্যান্সার দিবস উদযাপিত হলো বর্ধমানে। ৫ ফেব্রুয়ারি বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশন এবং লায়ন্স ক্লাব অফ বর্ধমান ক্যান্সার কেয়ারের সাথে বর্ধমান রেনেসাঁ ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নানা কর্মসূচির মাধ্যমে বিশ্ব ক্যান্সার দিবস পালন করলো। ৫ ফেব্রুয়ারি ক্যান্সার সচেতনতার লক্ষ্যে বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশন রেনেসাঁ টাউনশিপে মিনি- ম্যারাথন দৌড়, বিনামূল্যে ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প এবং রোগীদের সাথে ইন্টারেক্টিভ সেশনের আয়োজন করেছিল।
বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশনে একটি সাংবাদিক সম্মেলন আয়োজিত হয়। উপস্থিত ছিলেন অমৃত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এর প্রধান তথা বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর ডাঃ দেবনারায়ণ দত্ত, বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি'র চেয়ারপার্সন কাকলি তা গুপ্ত, বিশিষ্ট সমাজসেবী তথা লায়ন্স ডিস্ট্রিক্ট এর চিফ অ্যাডভাইসার আব্দুল মালেক, ডাঃ গোলাম মহম্মদ, বর্ধমান রেনেসাঁ ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সভাপতি আনিসুর মন্ডল, লায়ন্স ডিস্ট্রিক্ট এর প্রাক্তন জেলাপাল অরুণ দত্ত চৌধুরী।
এদিনের সাংবাদিক সম্মেলনে বিশিষ্ট আঙ্কোলজিস্ট তথা বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর ডাঃ দেবনারায়ণ দত্ত জানান, বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশন রেনেসাঁ টাউনশিপ, বর্ধমানের একটি ডেডিকেটেড ক্যান্সার ফ্যাসিলিটি তৈরি করেছে। যেখানে সমস্ত সুবিধা এবং সংশ্লিষ্ট পরিষেবা রয়েছে। আধুনিক অপারেশন থিয়েটার, ডে কেয়ার কেমোথেরাপি, আইসিইউ এবং জরুরী সুবিধা চালু আছে। আধুনিক লিনিয়ার এক্সিলারেটর রেডিয়েশন থেরাপি সুবিধা পাওয়া যায়। সরকারি স্কিমগুলি আমাদের সুবিধাগুলিতে উপলব্ধ এবং শীঘ্রই আরও সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে৷ শীঘ্রই অনকো- সার্জারি সুবিধা পাওয়া যাবে।
এখানে ক্যান্সার স্ক্রীনিং, ক্যান্সার ভ্যাকসিন এবং সহায়ক যত্নের জন্য 'হেলথ কার্ড' সুবিধা রয়েছে। ৫ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বর্ধমানের লায়ন্স ক্লাব অফ বর্ধমান ক্যানসার কেয়ার এবং বর্ধমানের অন্যান্য লায়ন্স ক্লাব যুক্ত রয়েছে।
বিশিষ্ট আঙ্কোলজিস্ট অধ্যাপক দেবনারায়ন দত্ত বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশনে সামগ্রিক ভাবে কি কি পরিষেবা পাওয়া যায় এবং আগামী ভাবনা প্রসঙ্গে জানতে হলে নিচের ভিডিও -তে ক্লিক করুন।