Chief Minister Mamata Banerjee
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানে ২ লক্ষ ৩০ হাজার মানুষের জন্য বিভিন্ন প্রকল্পে পরিষেবা প্রদান করলেন
Bengal Times News, 2 February 2023
বেঙ্গল টাইমস নিউজ : বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বর্ধমানে গোদা বালির মাঠে পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলার পরিষেবা প্রদান সভা করলেন। এই সভা মঞ্চ থেকে এদিন ২ লক্ষ ৩০ হাজার মানুষের জন্য বিভিন্ন প্রকল্পে পরিষেবা প্রদান করেন। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমান জেলায় ৩৫৩ কোটি ৮ লক্ষ টাকা অর্থমূল্যের জনমুখী প্রকল্পের শিলান্যাস করেন। মুখ্যমন্ত্রী এই মঞ্চ থেকে ১৩৭ টি প্রকল্পের শিলান্যাস এবং ৬০ প্রকল্পের উদ্বোধন করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, স্বপন দেবনাথ, প্রদীপ মজুমদার, সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ পশ্চিমবঙ্গের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়িকা শম্পা ধাড়া, জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউড়ি, জেলা শাসক অরুণ প্রসাদ, পুলিশ কমিশনার সুধীর নীলকান্ত, আসানসোল পৌর নিগমের মেয়র তথা বিধায়ক বিধান উপাধ্যায় সহ দুই জেলার বিধায়কগণ এবং প্রশাসনিক আধিকারিকবৃন্দ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি উপভোক্তাদের হাতে বিভিন্ন পরিষেবা প্রদানের সঙ্গে শংসাপত্র তুলে দেন। এছাড়া উপস্থিত রাজ্যের অন্যান্য মন্ত্রী এবং দুই জেলার সভাধিপতি, সাংসদ ও বিধায়কদের হাত দিয়েও নানান পরিষেবা সরাসরি উপভোক্তাদের হাতে তুলে দেন।
২ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানের সভা মঞ্চ থেকে কাঞ্চননগর কঙ্কালেশ্বরী কালিতলা মাঠে আয়োজিত কাঞ্চন উৎসবের ভার্চুয়ালি উদ্বোধন করেন। খুশিতে আপ্লুত কাঞ্চন উৎসবের মূল কান্ডারী তথা বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ কাঞ্চননগরের অধিবাসীবৃন্দ।
এদিন মুখ্যমন্ত্রী দুর্গাপুরে রিজিওনাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির ভার্চুয়ালি উদ্বোধন করে বলেন, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, আসানসোল, দুর্গাপুর এবং বর্ধমানের মানুষের ফরেনসিক পরীক্ষার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। আর কলকাতা যেতে হবে না।
উল্লেখ্য ১ ফেব্রুয়ারি কেন্দ্রের বাজেট পেশ হয়েছে। এই বাজেট নিয়ে তিনি তীব্র বিষোদগার করেন। তিনি বলেন, এই বাজেটে ৬০ হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গ থেকে কেটে নেওয়া হয়েছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে চরম হুঁশিয়ারি দেন। ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়ায় নোংরা রাজনীতির অভিসন্ধি দেখছেন মুখ্যমন্ত্রী।রাজ্যের একাধিক প্রকল্প জাতীয় স্তরে প্রথম পুরস্কার পাচ্ছে অথচ কেন্দ্র অনেক প্রকল্পের টাকা বন্ধ করে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে কেন্দ্রের বিরুদ্ধে জোরদার আন্দোলনের নামার হুমকি দিলেন।