Station block, train movement stopped
মধ্যরাত থেকে ব্লক বর্ধমান স্টেশন, বন্ধ থাকবে লোকাল ট্রেন চলাচল, যাত্রী দুর্ভোগের আশঙ্কা
Bengal Times News, 8 February 2023
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : আজ রাত ১২ টা থেকে আগামীকাল সন্ধ্যা ৬ টা পর্যন্ত বর্ধমান হাওড়া রেল শাখার পাশাপাশি রামপুরহাট ও আসানসোল রেলপথের লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে। এমনটাই রেল সূত্রে জানা গেছে। ৯ ফেব্রুয়ারী মধ্যরাত থেকে ফের ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে বর্ধমান স্টেশনে। ইতিমধ্যেই ৩ নম্বর প্লাটফর্ম থেকে ৮ নম্বর প্লাটফর্ম পর্যন্ত পুরনো ব্রীজের কাঠামো সরিয়ে ফেলা হয়েছে। এখন শুধু বাকী আছে ১ ও ২ নম্বর প্লাটফর্মের উপর থেকে ব্রীজের কাঠামো সরানো। সেই কাজ ই রেল করবে আজ মধ্যরাত থেকে।
গত ৫ ফেব্রুয়ারী গোটা দিন বর্ধমান স্টেশন ব্লক নেওয়া হয়। দিনভর ট্রেন চলাচল কার্যত বন্ধ ছিল। শুধুমাত্র কয়েকটি হাতেগোনা মেল ও এক্সপ্রেস ট্রেন ওই দিন চলাচল করে বর্ধমান স্টেশন দিয়ে। বর্ধমান হাওড়া মেইন ও কর্ড শাখায় লোকাল ট্রেন চলাচল বন্ধ ছিল। বন্ধ ছিল বর্ধমান ব্যাণ্ডেল, বর্ধমান রামপুরহাট ও আসানসোল রেলপথে লোকাল ট্রেন পরিষেবা। শক্তিগড় ও মশাগ্রাম স্টেশন থেকে ওই দিন বেশ কয়েকটি লোকাল ট্রেন চলাচল করে।তাতে যাত্রী দুর্ভোগ কিন্তু কমে নি। আজ মধ্যরাত থেকে ফের বর্ধমান স্টেশনে ট্রাফিক ও পাওয়ার ব্লক করবে রেল। ফলে আরও একবার যাত্রীরা দুর্ভোগের আশঙ্কা করছেন। জানা গেছে রাত ১২ টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত ব্লক নেওয়া হবে।
উল্লেখ্য ১৯৩০ সালে তৈরি হয়েছিল বর্ধমান স্টেশন সংলগ্ন রেলওয়ে ওভারব্রীজ। এই পুরনো ব্রীজকে অনেক আগেই ভারি যান চলাচলের অনুপোযুক্ত বলে ঘোষণা করা হয়েছিল। অনেক আলোচনা, মিটিং এর পর জানুয়ারি মাস থেকে ব্রীজ ভাঙার কাজ শুরু হয়। এই কাজের জন্য কয়েকদিন ধরে বর্ধমান হাওড়া মেইন লাইন, কর্ড লাইন এবং কাটোয়া লাইনের বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে বর্ধমান রামপুরহাট ও আসানসোল শাখায় বেশ কয়েকটি লোকাল ট্রেন। কয়েকটি ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে। এর ফলে নিত্যদিন যাত্রীদের বিরাট অসুবিধার মধ্য পড়তে হচ্ছে। ৯ ফেব্রুয়ারী বর্ধমান স্টেশন থেকে হাওড়া মেইন ও কর্ড শাখায় ও ব্যাণ্ডেল শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে রাত ১২ টা থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত। স্বাভাবিক ভাবেই রেলযাত্রীরা যে দুর্ভোগে পড়বেন সেটা বলার অপেক্ষা রাখে না।
এছাড়া ট্রাফিক ও পাওয়ার ব্লক হবে ১০ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। ফলে করলেন চলাচলে নিয়ন্ত্রণ থাকবে বলে জানা গেছে।