Move for earth
'মুভ ফর আর্থ' শীর্ষক আলোচনা
Bengal Times News, 7 February 2023
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সচেতনতার ভাবনায় ৭ ফেব্রুয়ারি "মুভ ফর আর্থ" শীর্ষক সময়োপযোগী একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো শহর বর্ধমানে। "সুইচ অন ফাউন্ডেশন" নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার ১৫তম উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহযোগিতায় ছিল পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাব। পরিবেশ থেকে বিশ্ব উষ্ণায়ন সব কিছুই উঠে এসেছে আলোচনায়। পারবীরহাটা নক্ষত্র সভাকক্ষে আয়োজিত আলোচনায় বক্তব্য রাখেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক তথা গাছ মাস্টার অরূপ চৌধুরী, বর্ধমান রাজ কলেজের এন এস এস এর ভারপ্রাপ্ত অধ্যাপক ওম শংকর দুবে, পূর্ব বর্ধমানে নেহরু যুব কেন্দ্রের জেলা যুব আধিকারিক উত্তরা বিশ্বাস, বিশিষ্ট সাংবাদিক অরূপ লাহা, ভারত স্কাউট ও গাইডের ডিস্ট্রিক্ট কমিশনার জিতেন্দ্রনাথ চৌধুরী প্রমুখ। বিভিন্ন আঙ্গিকে আলোচনার পাশাপাশি কি ভাবে জনগণের মধ্যে সচেতনতা গড়ে তোলা যায় সে বিষয়েও আলোকপাত করেন বক্তারা। পৃথিবীকে বাঁচাতে গণ আন্দোলনের কথাও বলেছেন। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সমাজকর্মী সন্দীপন সরকার। আলোচনার মাঝে অতিথিদের হাতে পরিবেশ সচেতনতা বিষয়ক পোষ্টার প্রর্দশনীও হয়।
এছাড়াও এদিন ছাত্রছাত্রীদের নিয়ে আলোচনা সভা থেকে মহিলাদের ক্ষমতায়ন বিষয়ে বিশেষ সভা ও প্যানেল ডিসকারশন হয়। অনুষ্ঠানে ভারতনাট্যম থেকে রায়বেশে নাচ উপস্থিত সকলকে বিশেষ আনন্দ দিয়েছে।