Tribal movement
জৌগ্রাম রেল স্টেশনে আদিবাসী গোষ্ঠীর অবরোধ
Atanu Hazra
Bengal Times News, 11 February 2023
Bengal Times News, 11 February 2023
অতনু হাজরা, জৌগ্রাম : মারাং বুরু বাঁচাও, সারনা ধর্ম কোড, প্রকৃতি ধর্ম লাগু সহ নানা দাবিতে আজ আদিবাসী সেনেগাল অভিযানের ৫ রাজ্যে রেল রোড চাক্কা জ্যাম কর্মসূচি নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসাবে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার জৌগ্রাম রেল স্টেশনে অবরোধ হয়।
তাদের মূল দাবি মারাং বুরু বাঁচাও, ২০২৩ এর মধ্যে সারনা ধর্ম কোড চালু, আদিবাসীদের প্রকৃতি পূজার অধিকার, সকলকে এস টি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করা প্রভৃতি। ঘটনা স্থলে জামালপুর থানার পক্ষ থেকে পুলিশ বাহিনী ছিল। ছিল আর পি এফ। কিছুক্ষণ পর অবশ্য অবরোধ তুলে নেওয়া হয়।