Free eye treatment camp organized by police
পুলিশের উদ্যেগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির
Bengal Times News, 18 February 2023
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর রাকেশ সিং এর উদ্যোগে সেফ ড্রাইভ ও সেভ লাইফ এই অনুষ্ঠানকে সামনে রেখে বাস, ট্রেকার সহ বিভিন্ন গাড়ির চালকদের জন্য জামালপুর লায়ন্স আই হসপিটালের সহায়তায় একটি বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় জামালপুর বাসস্ট্যান্ডে।
এরই সাথে বিভিন্ন সময়ে দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের হতে শাল ও নানা উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। সকল গাড়ির চালকদের চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান সদর দক্ষিণ মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক, বিশিষ্ট সমাজসেবী তথা জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, বিডিও শুভঙ্কর মজুমদার সহ অন্যান্যরা।
পুলিশ এই ধরনের কাজ আগেও করেছে। পুলিশের এই কাজের প্রশংসা করেছেন গাড়িচালক সহ এলাকার মানুষজন। উপস্থিত অতিথিরা প্রত্যেকেই পুলিশ প্রশাসনের এই কাজের জন্য সাধুবাদ জানান।