State Annual Sports Festival
৩৮ তম রাজ্য বার্ষিক ক্রীড়া উৎসব
Bengal Times News, 19 February 2023
অতনু হাজরা, জলপাইগুড়ি : পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদের উদ্যোগে জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ জলপাইগুড়ির বিশ্ববাংলা স্টেডিয়ামে ৩৮ তম রাজ্য বার্ষিক ক্রীড়া উৎসবের আয়োজন করেছিল। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি এই দুদিন ধরে চলে এই প্রতিযোগিতা।
যার শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের মন্ত্রী তথা বিশিষ্ট নাট্যকার, অভিনেতা, পরিচালক, ঔপন্যাসিক প্রফেসর ব্রাত্য বসু। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ, ওই দপ্তরের রাষ্ট্র মন্ত্রী মহতরমা ইয়াসমিন সাবিনা,কনজিউমার এফেয়ার্স মন্ত্রী বিপ্লব মিত্র, অনগ্রসর শ্রেণী দপ্তরের মন্ত্রী বুলুচিক বারিক, ছিলেন ২০১৯ এশিয়ান গেমসে ট্রিপল জাম্পে ব্রোঞ্জ পদক জয়ী ভৈরবী রায়, প্রাথমিক পর্ষদ সভাপতি ডঃ গৌতম পাল, ডেপুটি সেক্রেটারি ডঃ পার্থ কর্মকার, জলপাইগুড়ি ডিপিএসসি চেয়ারম্যান লক্ষ মোহন রায়, জলপাইগুড়ির জেলাশাসক, পুলিশ সুপার, এম এল এ, এম পি সহ অনেক বিশিষ্ট গুণী মানুষ জন।
রাজ্যের ২২ টি জেলা থেকে প্রচুর সংখ্যায় ক্ষুদে প্রতিযোগীরা অংশ নেয়। রাজ্য ক্রীড়া উৎসবকে কেন্দ্র করে সাজো সাজো রব পড়ে যায় জলপাইগুড়ি জুড়ে। প্রতিযোগী, বিচারক, অতিথি মিলিয়ে প্রচুর মানুষ এখানে সমবেত হন। এবছর প্রথম দায়িত্ব পেয়েই সফল ভাবে এই প্রতিযোগিতা সম্পন্ন করলেন রাজ্যের স্পোর্টস অ্যান্ড গেমস কমিটির ভাইস প্রেসিডেন্ট মইদুল ইসলাম। তাঁকে সর্বক্ষণ সাহায্য করেছেন পলাশ সাধুখাঁ ও বিজন সরকার। আগের দিন থেকেই মাঠে সর্বক্ষণ হাজির থেকে অভিভাবকের মত কাজ করে গেছেন পর্ষদ সভাপতি গৌতম পাল। সব জিনিসের খুঁটি নাটি খোঁজ খবর রেখেছেন তিনি।
খেলার সঙ্গে সঙ্গে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। এবছর প্রথম প্যারা টিচার, এস এস কে, এম এস কে'র শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন সাব কমিটিতে স্থান পান। এর জন্য তাঁরা প্রাথমিক শিক্ষা পর্ষদ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।