Journalist Debashis Bhattacharya is no more
বিশিষ্ট সাংবাদিক দেবাশিস ভট্টাচার্য প্রয়াত
Bengal Times News, 19 February 2023
বেঙ্গল টাইমস নিউজ : বিশিষ্ট সাংবাদিক দেবাশিস ভট্টাচার্য প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। জানা গেছে, শ্রী ভট্টাচার্য দীর্ঘদিন লিউকোমিয়ায় ভুগছিলেন। রবিবার ভোরে দক্ষিণ কলকাতার বাসভবনে তাঁর জীবনাবসান হয়। প্রায় ৪০ বছর তিনি সাংবাদিকতার পেশায় যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কলকাতা সহ রাজ্যের প্রতিটি জেলার সাংবাদিকদের সঙ্গে তাঁর সখ্যতা ছিল। বিশেষতঃ বর্ধমানের সঙ্গে দেবাশিস ভট্টাচার্য'র নিবিড় সম্পর্ক ছিল। বর্ধমানের সাংবাদিকদের আহ্বানে সাড়া দিয়ে বহুবার তিনি অনুষ্ঠান আলোকিত করেছেন। তাঁর মৃত্যুতে ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন এর পূর্ব বর্ধমান জেলা শাখা গভীর শোক প্রকাশ করেছে। সংগঠনের জেলা সাধারণ সম্পাদক অরূপ লাহা ও সভাপতি স্বপন মুখার্জী এক বিবৃতিতে বলেছেন শুধু বিশিষ্ট সাংবাদিকই নন, একজন কাছের মানুষকে হারালাম আমরা। তাঁর শোকাহত পরিবারকে সমবেদনা জানাই।
এদিকে বিশিষ্ট সাংবাদিক কলকাতা প্রেস ক্লাবের সদস্য দেবাশিস ভট্টাচার্য'র প্রয়ানে প্রেস ক্লাব কলকাতা গভীর শোকপ্রকাশ করেছে। এক বিজ্ঞপ্তিতে প্রেস ক্লাবের পক্ষ থেকে জানানো হয় শ্রী ভট্টাচার্যের সাংবাদিকতা শুরু দর্পন পত্রিকায়। পরে দীর্ঘদিন আজকাল সংবাদপত্রে রাজনৈতিক সংবাদদাতা হিসেবে কাজ করেছেন। এছাড়া আকাশ বাংলা, কলকাতা টিভিতেও তিনি দায়িত্বপূর্ণ পদে ছিলেন। 'ইন্দিরার কারাগারে', 'সত্তরের দিনগুলি', ' সেই ত্রিশ বছর' প্রভৃতি একাধিক পুস্তক প্রণেতা দেবাশিস বাবু প্রথম জীবনে ছিলেন বামপন্থী রাজনৈতিক কর্মী। নকশালপন্থী আন্দোলনে যোগ দিয়ে কয়েকবছর কারাবাসেও ছিলেন। পরে গণতান্ত্রিক অধিকার রক্ষা ও বন্দীমুক্তি আন্দোলনে যুক্ত হন। আটের দশকে পুরসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। প্রখর স্মৃতিশক্তি ও বিশ্লেষণী ক্ষমতার অধিকারী দেবাশিস ভট্টাচার্যের কাছে যে কোনো সাংবাদিকই তথ্যের জন্যে যোগাযোগ করতেন এবং তিনি নিমেশে তা স্মৃতি থেকে বলে দিয়ে সবসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। তাঁর স্ত্রী, পুত্র, পুত্রবধূ ও নাতি বর্তমান। প্রেস ক্লাব কলকাতা প্রয়াত এই সাংবাদিকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।