Burdwan University Convocation
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ৩৮ তম সমাবর্তন উৎসব, ৪৮৫ জন পিএইচডি উপাধি পাবেন
Bengal Times News, 23 February 2023
বেঙ্গল টাইমস নিউজ : বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ৩৮তম সমাবর্তন উৎসব আগামীকাল ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। কোভিড অতিমারি পরিস্থিতির জন্য গত তিন বছর সমাবর্তন উৎসব বন্ধ থাকার পর এবছর হবে সমাবর্তন উৎসব। ২৪ ফেব্রুয়ারি বেলা ১১ টায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ অডিটোরিয়ামে হবে ৩৮তম সমাবর্তন উৎসব।
সমাবর্তন উৎসবের উদ্বোধন করবেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দীক্ষান্ত ভাষণ দেবেন ইণ্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সাইন্স এন্ড টেকনোলজির বিশিষ্ট অধ্যাপক ডঃ অমিতাভ ঘোষ।
উল্লেখ্য এবারের সমাবর্তন অনুষ্ঠানে সাম্মানিক ডিলিট উপাধি প্রদান করা হবে বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং প্রখ্যাত সংগীত শিল্পী পন্ডিত অজয় চক্রবর্তীকে। সাম্মানিক ডিএসসি উপাধি প্রদান করা হবে দুই বিজ্ঞানী অধ্যাপক সুমন ধর এবং অধ্যাপক শুভাশীষ চৌধুরীকে।
ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ নিমাই চন্দ্র সাহা, রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু সহ অন্যান্য অতিথিরা।
জানা গেছে এবারের সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোস ৪৮৫ জনকে পিএইচডি উপাধি প্রদান করবেন।
সমাবর্তন উৎসব ঘিরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সাজ সাজ রব। গোটা বিশ্ববিদ্যালয় চত্বর নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে।