Harinam Sankeertan's message of harmony
হরিনাম সংকীর্তনের মহামিলন অনুষ্ঠানের মাঝে রক্তদানের আয়োজনে সম্প্রীতির বার্তা
Bengal Times News, 18 February 2023
বেঙ্গল টাইমস নিউজ : স্বামী বিবেকানন্দের কথায় ঠিক যেন বিশ্বজনীন ধর্ম, ধর্মপরায়ণতার নতুন বার্তা, এক সাধারণ নাম সংকীর্তন যে এত বড় সর্বজনীন উদার ধর্মের প্রতীক হয়ে উঠতে পারে সেটা পূর্ব বর্ধমান জেলার ভাতাড় থানার রামচন্দ্রপুর কলোনিতে অনুষ্ঠিত হয়ে যাওয়া তিনদিনের হরিনাম সংকীর্তন অনুষ্ঠান না দেখলে বোঝার উপায় ছিল না। বিগত সাত বছর ধরে চলে আসা এই সংকীর্তন মূলত পার্শ্ববর্তী গ্রাম গঞ্জ থেকে সাহায্যের মধ্যে দিয়েই অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সময় গোটা গ্রাম যেন এক পরিবার সমস্ত রকম জাতি, ধর্ম এবং রাজনৈতিক দ্বেষ এর উর্ধ্বে একান্নবর্তী পরিবার আর অনুষ্ঠানে যোগ দিতে আসা হাজার হাজার ভক্ত যেন অতিথি। ধর্ম নিয়ে বিভিন্ন রকম ভালো-মন্দ সাত পাঁচ শোনা গেলেও এটা সম্পূর্ণ অন্য ধরনের এক অনুভূতি। রাজ্য তথা ভিন রাজ্য থেকে আসা বিভিন্ন হরিনাম সংকীর্তনের দল ইসকন থেকে আসা বিশিষ্ট জনের উপস্থিতিতে এক নতুন মাত্রা পায় এই অনুষ্ঠান। অনুষ্ঠান আয়োজকদের পক্ষে নিমাই হালদার জানান, "নানান রকম চড়াই উতরাই পার করে আমরা বিগত সাত বছর ধরে অনুষ্ঠান করে আসছি। আর পাঁচটা প্রতিকূলতার পাশাপাশি সবরকম শারীরিক প্রতিকূলতাকে পাশে সরিয়ে রেখে আমরা তিনদিনের এই মহামিলনে সম্মিলিত হই। সমস্ত রকম দ্বেষ গ্লানিকে আমরা ভুলে গিয়ে মহোৎসবের আনন্দে মেতে উঠি" । পেশায় শিক্ষক ও অনুষ্ঠানের অন্যতম সদস্য রমেন্দ্রনাথ রায় জানান, "মানবধর্মই সর্বশ্রেষ্ঠ ধর্ম এই বার্তাকে সামনে রেখে আমরা এই অনুষ্ঠান করি, এবারে স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় আমরা এক রক্তদান শিবিরের আয়োজন করতে চলেছি।
আমি খুব উৎসাহিত রামের রক্ত রহিমের কিংবা রহিমের রক্ত রামের শরীরের প্রবাহিত হয়ে একে অপরে বেঁচে থাকার পথকে আরো প্রশস্ত করবে এটাই তো ধর্ম"।