শিব স্তুতি
🟣 দিলীপ রঞ্জন ভাদুড়ী
শিব ঠাকুর থাকেন কৈলাসে
মর্তে হয় পূজা তাঁর,
দশভূজা মা আমাদের
নিজেই দেখেন তাঁর সংসার ।
শ্মশানেই থাকেন তিনি
ভুলো মন বড়ই তাঁর,
নন্দীর অনুমতি নিয়েই তবে
গন্ডি করতে হবে পার।
শিব রাত্রির শুরু হবে
রাত জাগরণ চার প্রহর
শিবের জটায় পড়বে জল
দেখবে তার কত বহর।
শিব ঠাকুরের অতি প্রিয়
সিদ্ধি,গাঁজা আর যে ভাঙ
মাদক আইন বড়ই কঠিন
প্রসাদে যে পড়বে টান!
শিব ঠাকুরের দুই কন্যা
লক্ষ্মী আর মা সরস্বতী,
নালিশের তালিকা বড়
তার প্রভাব পড়বে অতি।
বঙ্গ লক্ষ্মী মায়েরা পান
পাঁচশ টাকা মাসে ভাতা,
তাঁদের পুত্র ধন কুবেরদের
ই ডি হানায় নেই যে ত্রাতা।
গরুর পুরাণের অষ্ট পাপ
সব করেই বসে আছি,
তবুও তোমায় করব পুজো
ক্ষমা করে দেখিও হাসি।