Trade Union
'আইএনটিইউসি হলো আন্তর্জাতিক স্বীকৃত ট্রেড ইউনিয়ন, আইএনটিটিইউসি আঞ্চলিক ট্রেড ইউনিয়ন'
Bengal Times News, 23 January 2023
বেঙ্গল টাইমস নিউজ : ইণ্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস (আইএনটিইউসি) এর পূর্ব বর্ধমানের পঞ্চম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো বর্ধমান পৌরসভার গেস্ট হাউস পান্থশালার সভাকক্ষে।
সোমবার প্রদীপ প্রজ্জ্বলনের ডিস্ট্রিক্ট কনভেনশনের উদ্বোধন করেন আইএনটিইউসি'র রাজ্য সভাপতি মহঃ কামরুজ্জামান কামার। উপস্থিত ছিলেন রাজ্যের দুই সাধারণ সম্পাদক সুকান্ত সাঁতরা মানস ব্যানার্জী, যুব আইএনটিইউসি'র রাজ্য সভাপতি অজিতেশ পান্ডে, সহ-সভাপতি মৃণাল বসু সহ কাশীনাথ গাঙ্গুলী, অরুণ নন্দী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত ভাষণ দেন আইএনটিইউসি'র পূর্ব বর্ধমান জেলা সভাপতি সৈয়দ মুনাওওয়ার আজম।
এদিন আইএনটিইউসি'র রাজ্য সভাপতি মহঃ কামরুজ্জামান কামার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আইএনটিটিইউসি একটি আঞ্চলিক ট্রেড ইউনিয়ন। পশ্চিমবঙ্গের বাইরে এদের কোনো গ্রহণযোগ্যতা নেই। আর আইএনটিইউসি হলো আন্তর্জাতিক স্বীকৃত ট্রেড ইউনিয়ন। আরও কি বললেন শুনুন।