Netaji birthday celebration
নেতাজী সুভাষ চন্দ্র বসু'র ১২৬ তম জন্মবার্ষিকী উদযাপন
Bengal Times News, 23 January 2023
বেঙ্গল টাইমস নিউজ : দেশ বরেন্য স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাষ চন্দ্র বসু'র ১২৬ তম জন্মবার্ষিকী পূর্ব বর্ধমান জেলা জুড়ে উদযাপন করা হয়। দেশ নায়কের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে নানা অনুষ্ঠান হয়। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে কোর্ট কম্পাউন্ডে নেতাজি সুভাষচন্দ্র বসু'র জন্মদিন পালনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এখানে নেতাজীর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহ-সভাধিপতি দেবু টুডু, জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সুপ্রিয় অধিকারী, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামানিক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ উত্তম সেনগুপ্ত, বর্ধমান সদর দক্ষিণের মহকুমা শাসক কৃষ্ণেন্দু কুমার মন্ডল, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শংকর মন্ডল, এনডিসি ভগীরথ হালদার প্রমুখ।
অমৃতা ভট্টচার্য'র উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। মহুয়া রায় এর পরিচালনায় সৃজনী'র শিল্পীরা সমবেত সঙ্গীত পরিবেশন করেন। ডাঃ মেহবুব হাসান এর পরিচালনায় বর্ধমান ছন্দম এর শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ভাবে উপস্থাপনা করেন বাচিক শিল্পী মানসী চক্রবর্তী।
পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকেও নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৬ তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহ-সভাধিপতি দেবু টুডু, জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামানিক, কর্মাধ্যক্ষ উত্তম সেনগুপ্ত, বাগবুল ইসলাম প্রমুখ।
আজ বীর নেতাজি সুভাষ চন্দ্র বসু'র জন্মদিনে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার নেতৃবৃন্দ। শ্রদ্ধা জানান তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা নিহারেন্দু আদিত্য, উত্তম সেনগুপ্ত, প্রসেনজিৎ দাস, উজ্জ্বল প্রামানিক সহ অন্যান্যরা।
এদিন মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় তথা বিধায়ক কার্যালয়ে দেশনায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস পালন করা হয় । জাতীয় পতাকা উত্তোলন করেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য। উপস্থিত ছিলেন ব্লক ও অঞ্চল নেতৃত্ব। জাতীয় পতাকা উত্তোলনের পর নেতাজীর ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদান করেন বিধায়কসহ উপস্থিত সকল ব্যক্তিত্ব।
অন্যদিকে মেমারি পুরাতন বাসস্ট্যান্ডে মেমারি শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন ও নেতাজীর মূর্তিতে মাল্যদান করে দিনটিকে পালন করা হয়। এখানে জাতীয় পতাকা উত্তোলন করেন মেমারি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন ঘোষাল। উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সহ কর্মীবৃন্দ।