BJP's rural conference
পরাক্রম দিবস পালনের মধ্যে দিয়ে বিজেপি 'র অঞ্চল সম্মেলন শুরু
Bengal Times News, 24 January 2023
বেঙ্গল টাইমস নিউজ : খন্ডঘোষ বিধানসভার সগরাই গ্রাম পঞ্চায়েতের সেহারা বাজার চন্দ্রপল্লী পাড়ায় বিজেপি'র অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হল। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তথা পরাক্রম দিবস পালনের মধ্য দিয়ে ২৩ জানুয়ারি শুরু হয় অঞ্চল সম্মেলন। জাতীয় পতাকা উত্তোলন, দলীয় পতাকা উত্তোলন, ভারত মাতা, নেতাজী সুভাষচন্দ্র বসু, ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী ও পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে সম্মেলনের সূচনা হয়।
এদিনের অঞ্চল সম্মেলনে ৬ নং মন্ডলের সভাপতি কোশিক আসের নেতৃত্বে সগরাই অঞ্চলের মোট ২৩ টি বুথের বিভিন্ন কার্যকর্তা সহ মন্ডলের পদাধিকারী ও জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন খণ্ডঘোষ বিধানসভার ভূমিপুত্র তথা বর্ধমান জেলার সাধারণ সম্পাদক শিক্ষক মৃত্যুঞ্জয় চন্দ্র, জেলার সাধারণ সম্পাদক তথা খন্ডঘোষ জোনের ইনচার্জ শিক্ষক মানিক রায়, খণ্ডঘোষ বিধানসভার পর্যবেক্ষক বিশ্বজিৎ সেন, খন্ডঘোষ ব্লক কনভেনার হরেকৃষ্ণ মণ্ডল, জেলা মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা তথা খন্ডঘোষ ব্লক কো কনভেনার শম্পা মাথুর সহ অন্যান্য কার্যকর্তাবৃন্দ।
অঞ্চল সম্মেলন রাষ্ট্র বন্দনা দিয়ে শুরু হয় ও জাতীয় সংগীতের মাধ্যমে শেষ হয়। পরবর্তীতে দুপুরে ভোজন পর্ব শেষে বিজেপি কার্যকর্তাবৃন্দ আগামী পঞ্চায়েত নির্বাচনে লড়াইয়ের মানসিকতা নিয়ে বাড়ি ফিরে যান।