School Foundation day
বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস পালন
Bengal Times News, 18 January 2023
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরের বেরুগ্রাম আচার্য্য গিরিশ চন্দ্র বসু বিদ্যাপীঠে (উ:মা:) প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে একটি অনুষ্ঠান আয়োজিত হয়। ১৯৫১ সালে আজকের দিনেই এই বিদ্যালয় তার পথ চলা শুরু করেছিল। ইতিহাস প্রসিদ্ধ আচার্য্য গিরিশ চন্দ্র বসু, যিনি বঙ্গবাসী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। তাঁর সুযোগ্য পুত্র প্রশান্ত কুমার বসু যিনিও ওই কলেজের অধ্যক্ষ ছিলেন তাঁদের স্থাবর প্রায় ১৩ একর সম্পত্তি বিদ্যালয়কে দান করে যান।
আজ সারাদিন ব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। বিদ্যালয়ের পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশীষ মালিক, সেখ নূর আলি ছাড়াও অন্যান্য শিক্ষক শিক্ষিকা বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য শেখ মিরাজুদ্দিন, শেখ হাসিনা, প্রশান্ত পাল ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অনাথ বন্ধু রক্ষিত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সুন্দর একটি শ্রুতি নাটক পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষিকা সোমা হালদার ও শিক্ষক বিপ্লব ঘোষ। একই সঙ্গে তাঁরা দুজনে সুন্দর ভাবে অনুষ্ঠানের সঞ্চলনা করেন। সারাদিন আনন্দ উৎসবে মুখরিত ছিল বিদ্যালয় প্রাঙ্গণ । আজ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের এই উপলক্ষ্যে মধ্যাহ্ন ভোজনে লুচি, আলুর দম, চাটনি ও বোদে খাওয়ানো হয়।